হেলমেট পরেননি কেন? প্রশ্ন শুনেই ট্রাফিক পুলিশকে কষিয়ে চড় বাইক আরোহীর, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক : হেলমেট না পরেই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন সোহেল মেমন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, সন্তানও। আর হেলমেট না পরে বাইক চালানোর ছবি ধরা পড়তেই, সোহেল মেমন নামে ওই ব্যক্তিকে সিগন্যালে আটকায় ট্রাফিক পুলিশ। আর পুলিশের বাঁধা পেয়ে, তাঁর গালে কষিয়ে চড় কষান সোহেল মেমন। সিসিটিভিতে ওই ফুটেজ ধরা পড়তেই তা ভাইরাল হয়ে যায়। ঘটনাস্থল, মুম্বইয়ের ভাসাই (পূর্ব)। সম্প্রতি সেখানকার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট না পরে বাইক চালানোর অপরাধে সোহেল মেমন নামে ওই বাইক আরোহীকে সিগন্যালে আটকান কালু মুন্ডে নামে এক পুলিশ কর্মী। এক, দু’কথায় কালু মুন্ডের সঙ্গে মেমনের বচসা শুরু হয়। আর এরপরই কালু মুন্ডে নামে ওই পুলিশ কর্মীকে চড় মারেন সোহেল মেমন। একবার নয়, পর পর বেশ কয়েকবার ওই পুলিশ কর্মীর গালে চড় মারেন সোহেল মেমন নামে ওই ব্যক্তি।
আরও পড়ুন জাতীয় সঙ্গীতের মূকাভিনয় সংস্করণ
ট্রাফিক পুলিশের সঙ্গে সোহেল মেমন নামে ওই ব্যক্তির বিতর্ক চোখে পড়তেই, সেখানে লোকজন জড়ো হয়ে যায়। ভাসাই ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ নম্বর ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। তবে, ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি ।
দেখুন সেই ভিডিও..
#WATCH: Man in Thane's Vasai slaps traffic policeman after the policeman stopped him for jumping traffic signal #Maharashtra pic.twitter.com/wt1F8fR6cE
— ANI (@ANI) August 11, 2017