মালিয়াকে ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্ত ১০ ডিসেম্বর, জানাল ব্রিটেনের আদালত
বিজয় মালিয়াকে দেশে প্রত্যর্পণের জন্য আবেদন করেছে সিবিআই। ওই আবেদনকে ব্রিটেনের আদালতে চ্যালেঞ্জ করেন মালিয়া।
নিজস্ব প্রতিবেদন: ভারতে বিজয় মালিয়াকে ফেরত পাঠানো হবে কিনা, সে ব্যাপারে ১০ ডিসেম্বর সিদ্ধান্ত নেবে ব্রিটেনের আদালত। ৯০০০ কোটি টাকার ঋণ খেলাপকারী মালিয়া বর্তমানে পলাতক। দেশ থেকে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছেন মালিয়া।
বুধবার মুম্বইয়ের জেলের ভিডিও দেখেন আদালতের বিচারপতি। মালিয়ার আইনজীবী ক্লেয়ার মন্টোগোমারির দাবি, জেলকে সাজিয়ে-গুছিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। তাঁর আরও দাবি, মালিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ভারতীয় ব্যাঙ্কগুলিকে হুমকি দিয়েছে সিবিআই। সিবিআইকেও মামলা করার জন্য চাপ দেওয়া হয়েছে। ক্লেয়ার বলেন, ''ভারতীয় সরকারের পেশ করা জেলের ভিডিওটি ভাল করে লক্ষ্য করুন। দেওয়ালে রং করা হয়েছে। সম্ভবত বানানো হয়েছে নতুন শৌচাগারও। ভারতীয় জেলে আলো-বাতাস পৌঁছয় না''।
বিজয় মালিয়াকে দেশে প্রত্যর্পণের জন্য আবেদন করেছে সিবিআই। ওই আবেদনকে ব্রিটেনের আদালতে চ্যালেঞ্জ করেছেন মালিয়া। তাঁর দাবি, ভারতীয় জেলগুলির অবস্থা অমানবিক। তাঁর আবেদনের প্রেক্ষিতে ভারতীয় জেলের ভিডিও জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। ইউরোপের মানবাধিকার কমিশনের নির্ধারিত মান ভারতীয় জেলে রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে চায় আদালত। মালিয়ার আইনজীবী এদিন বলেন, মালিয়ার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে ভারতীয় তদন্তকারী সংস্থা। সিবিআই জানায়স ইচ্ছাকৃতভাবে তথ্য লুকিয়েছে মালিয়ার কিংফিশার এয়ারলাইন্স। ঋণ নেওয়ার জন্য ব্যাঙ্কের কাছে ভুল তথ্য পেশ করেছিল ওই সংস্থা।
আরও পড়ুন- মহাত্মাকে শ্রদ্ধাঞ্জলি দিতে 'স্বচ্ছতা হি সেবা' অভিযানের ঘোষণা নরেন্দ্র মোদীর