সুকমায় নিহত জওয়ানদের পরিবারকে ২৫টি ফ্ল্যাট দিলেন বিবেক ওবেরয়
ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে এবার এসে দাঁড়ালেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় । শহিদ ২৫ জন সিআরপিএফ জওয়ানের পরিবারকে ১টি করে ফ্ল্যাট দিলেন তিনি।
![সুকমায় নিহত জওয়ানদের পরিবারকে ২৫টি ফ্ল্যাট দিলেন বিবেক ওবেরয় সুকমায় নিহত জওয়ানদের পরিবারকে ২৫টি ফ্ল্যাট দিলেন বিবেক ওবেরয়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/13/85512-vivek-13-5-17.jpg)
ওয়েব ডেস্ক: ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে এবার এসে দাঁড়ালেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় । শহিদ ২৫ জন সিআরপিএফ জওয়ানের পরিবারকে ১টি করে ফ্ল্যাট দিলেন তিনি।
বিবেকের সংস্থা কর্ম ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড মহারাষ্ট্রের থানেতে এই ২৫টি ফ্ল্যাটের সংস্থান করেছে। সিআরপিএফকে চিঠি লিখে সংস্থাটি জানিয়েছে, শহিদ জওয়ানদের পরিবারদের তারা এই ফ্ল্যাটগুলি দান করতে চায়।
সিআরপিএফের ২১৯ নম্বর ব্যাটেলিয়নের ২৫জন জওয়ান ১১ মে নকশাল হামলায় শহিদ হন। তাঁদের মধ্যে ৪জনের পরিবারের হাতে চারটি ফ্ল্যাট ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। বাকিদের হাতেও যত দ্রুত সম্ভব দেওয়া হবে ফ্ল্যাটের চাবি।