১১ হাজার কোটি টাকা কর মামলায় শেষ হাসি ভোডাফোনের

কর মামলা জিতে গেল মোবাইল সংস্থা ভোডাফোন। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, হাচিসন এসার-এর মালিকানা কেনার জন্য কোনও কর ও ক্ষতিপূরণ দিতে হবে না ভোডাফোনকে।

Updated By: Jan 20, 2012, 05:30 PM IST

কর মামলায় জিতে গেল মোবাইল সংস্থা ভোডাফোন। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, হাচিসন এসার-এর মালিকানা কেনার জন্য কোনও কর ও ক্ষতিপূরণ দিতে হবে না ভোডাফোনকে। ২০০৭-এ ১১.৫ বিলিয়ন ডলারের (৫৫,০০০ কোটি টাকা) বিনিময়ে ভারতের মোবাইল সংস্থা হাচিসন এসার-এর ৬৭ শতাংশ মালিকানা কেনে ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোন। এই চুক্তির জন্য ভোডাফোনকে ২.২ বিলিয়ন ডলার (১১,০০০ কোটি টাকা) কর ধার্য করে ভারতের আয়কর বিভাগ। আয়কর বিভাগের নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা করে ভোডাফোন। সংস্থার দাবি ছিল, দুটি ব্রিটিশ সংস্থার মাধ্যমে হাচিসন এসার-এর শেয়ার কিনেছে ভোডাফোন। তাই কোনও বিদেশি লেনদেনে কর ধার্য করতে পারে না ভারতের আয়কর বিভাগ। ২০১০-এ বম্বে হাইকোর্টে মামলা হেরে যায় সংস্থা। এরপর বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ভোডাফোন। সেই মামলায়, এদিন দেশের শীর্ষ আদালত রায় দেয়, হাচিসন এসার-এর মালিকানা কেনার জন্য কোনও কর দিতে হবে না ভোডাফোনকে। এছাড়াও আয়কর বিভাগকে কর বাবদ ১১,০০০ কোটি টাকা, ৪ শতাংশ সুদ ও ক্ষতিপূরণ সহ যাবতীয় অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও আয়কর বিভাগের বক্তব্য, ভোডাফোন ও হাচিসন এসার-এর মধ্যে লেনদেন করপ্রদান যোগ্য। কারণ হাচিসন এসার ভারতীয় সংস্থা। বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম মোবাইল সংস্থা ভোডাফোন ইন্ডিয়া । রাজস্ব আদায়ের দিক থেকেও এই সংস্থা দ্বিতীয় বৃহত্তম। সুপ্রিম কোর্টের এদিনের রায়ে বিদেশিসংস্থাগুলির ভারতে লগ্নির বিষয়ে আস্থা অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

.