বিজেপির প্রতিবাদে 'রাহুল গান্ধীকে পরানো হল শাড়ি-ব্লাউজ'

Updated By: Oct 12, 2017, 12:43 PM IST
বিজেপির প্রতিবাদে 'রাহুল গান্ধীকে পরানো হল শাড়ি-ব্লাউজ'

নিজস্ব প্রতিবেদন: আরএসএস'কে বিদ্রুপ করায় গেরুয়া শিবিরের সমালোচনার মুখে কংগ্রেসের 'যুবরাজ' রাহুল গান্ধী। "আরএসএস-এর মহিলা শাখায় কখনও দেখেছেন কেউ স্কার্ট পরে রয়েছেন?" গুজরাটের জনসভায় বিজেপি এবং আরএসএসকে এই প্রশ্নই বিঁধেছিলেন রাহুল গান্ধী। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই  পাল্টা জবাব দিল বিজেপি। কংগ্রেস সহ-সভাপতির বিরুদ্ধে এদিন প্রতিবাদে সামিল হয় গুজরাটের বিজেপি মহিলা মোর্চা। সেখানেই রাহুল গান্ধীর একটি কুশপুতুলকে শাড়ি-ব্লাউজ পরান বিক্ষোভরত বিজেপি কর্মীরা। শুধু তাই নয়, 'রাহুলের কপালে পরানো হয় টিপ, নাকে পরানো হয় নখ'। সঙ্গে চলল স্লোগান।  

আরও পড়ুন- 'মুখ ঢেকে যায় গেরুয়ায়', বিজেপির রঙে ইউপিকে মুড়বেন যোগী

গত মঙ্গলবার মোদী-গড় ভদোদরাতে একটি জনসভায় রাহুল গান্ধী বলনে, "বিজেপি মনে করে মহিলারা যতক্ষণ চুপ করে থাকেন, ততক্ষণই তাঁরা ভাল।  যখনই তাঁরা কথা বলতে শুরু করেন বিজেপি তখনই তাঁদের মুখ বন্ধের চেষ্টা করে।" একই সঙ্গে বিজেপির সংঠনে মহিলাদেরকে তুলনায় কম প্রাধান্য দেওয়ার বিষয়টিকে খোঁচা দিয়ে রাহুল বলেন, "কংগ্রেসেই সর্ব স্তরে মহিলা কর্মীরা কাজ করেন।" আরএসএস-এর নাম করেই রাহুল ভদোদরার নির্বাচনী জনসভায় প্রশ্ন তোলেন, "আরএসএস-এর সংঠনে কতজন মহিলা কাজ করেন?" উল্লেখ্য, আরএসএসের ইউনিফর্ম খাকি হাফ প্যান্ট। যেখানে পুরুষরা হাঁটুর উপর পোশাক পরতে পারে সেখানে 'নিষেধাজ্ঞা' রয়েছে মহিলাদের ক্ষেত্রে। গেরুয়া শিবিরের এই রক্ষণশীল মনোভাবকে হাতিয়ার করেই গুজরাটের যুবদের কাছে কংগ্রেসের 'প্রগতিশীল' ভাবনাকে তুলে ধরতে চেয়েছেন সনিয়া-পুত্র, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। উল্টোদিকে 'রাহুল গান্ধীকে শাড়ি-ব্লাউজ পরিয়ে' যে প্রতিবাদ রাজকোটে বিজেপির মহিলা মোর্চা দেখাল, সেটাকেও কড়া জবাব হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

.