কেন্দ্রীয় সরকার এখনও 'ওয়ার্ক ফ্রম হোমে'র ভাবনাতেই

আইটি সেক্টর নিজেদের মতো পরিকল্পনা করবে, জানিয়েছে শ্রম মন্ত্রক।

Updated By: Jan 2, 2021, 02:22 PM IST
কেন্দ্রীয় সরকার এখনও 'ওয়ার্ক ফ্রম হোমে'র ভাবনাতেই

নিজস্ব প্রতিবেদন: করোনাটিকা একেবারে দোরগোড়ায়। কোভিড সংক্রমণও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবু তার মধ্যেই 'ওয়ার্ক ফ্রম হোমে'র ভাবনা যায়নি কেন্দ্রীয় সরকারি মহল থেকে।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে, সার্ভিস সেক্টরের ক্ষেত্রে তারা এখনও বাড়ি থেকেই কাজের ভাবনা থেকে সরে আসছে না। তবে আইটি সেক্টরের ক্ষেত্রে কী হবে, সেটা কোম্পানির কর্তারা তাঁদের কর্মীদের সঙ্গে কথা বলেই ঠিক করে নেবেন।

তবে আইটি সেক্টরকে ছেড়ে দিলেও বাকি ক্ষেত্রগুলিতে কী ভাবে 'ওয়ার্ক ফ্রম হোমে'র ব্যবস্থা লাগু করা যায়, তা নিয়ে সমস্ত দিক খতিয়ে পরিকল্পনা করা হবে।   

Also Read: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি, মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট

.