লেখা বা স্টেপল করা নোট বৈধ, জানিয়ে দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক

Updated By: Sep 2, 2017, 01:50 PM IST
লেখা বা স্টেপল করা নোট বৈধ, জানিয়ে দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক: নোট ও মুদ্রার বৈধতা নিয়ে বিভ্রান্তি চলছে অনেকদিন ধরেই। কখনও ১০ টাকার কয়েন জাল, তো কখনও ১ টাকার কয়েন বাতিল, কোনও না কোনও গুজবে বাজার ছেয়ে রয়েছে সব সময়। তার মধ্যে নবতম সংযোজন 'লেখা নোট' বাতিলের গুজব। বিশেষ করে নতুন ৫০০ বা ১,০০০-এর নোটে কিছু লেখা থাকলে নিতে চাইছেন না কেউ। ব্যাঙ্ক ওই নোট নিতে চাইছে না এমন কথাও বলছেন অনেকে। দাবি, লেখা বা স্টেপল করা নোট অবৈধ ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু সত্যিই কি তাই?

আরও পড়ুন - আজ ইদ-উল-জোহা, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর

বিভ্রান্তি কাটিয়ে রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, লেখা বা স্টেপল করা নোট অবৈধ এমন কোনও নির্দেশিকা কোনওদিনই জারি করেনি তারা। লেখা বা স্টেপল করা নোট আগের মতোই বৈধ। এই রকম নোটে লেনদেনও সম্পূর্ণ বৈধ। যদি কোনও ব্যাঙ্ক লেখা বা স্টেপল করা নোট নিতে অস্বীকার করে তাহলে অভিযোগ জানাতে হবে আরবিআইয়ের কাছে। 

আরবিআইয়ের দাবি, 'স্বচ্ছ ভারত' প্রকল্পের অধীনে নোট পরিষ্কার রাখতে আবেদন জানানো হয়েছিল দেশবাসীকে। তার মানে অপরিচ্ছন্ন বা লেখা নোট বাতিল এমন কোনও নির্দেশ জারি হয়নি। নোটের জীবনকাল দীর্ঘায়িত করতে নাগরিকদের সহযোগিতা চেয়েছে নিয়ামক ব্যাঙ্কটি। 

 

 

 

 

.