বিজেপি ছেড়ে আপে ভিড়লেন শত্রুঘ্ন-যশবন্ত?

নয়ডায় আম আদমি পার্টির সভামঞ্চে দেখা গেল শত্রুঘ্ন-যশবন্তকে।

Updated By: Sep 8, 2018, 09:39 PM IST
বিজেপি ছেড়ে আপে ভিড়লেন শত্রুঘ্ন-যশবন্ত?

নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত কি বিজেপি ছেড়ে আম আদমি পার্টিতে নাম লেখাতে চলেছেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা? শনিবার নয়ডায় আপের সভায় হাজির হলেন তিনি। শুধু শত্রুঘ্ন নন, সদ্য বিজেপি ত্যাগী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকেও দেখা গেল আপের মঞ্চে। ওই সভামঞ্চ থেকেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। 

দিল্লির মুখ্যমন্ত্রী এদিন বলেন, ''১০০০টি ক্লিনিক তৈরি করেছে দিল্লি সরকার। গোটা দেশে এটা কি করতে পারবেন প্রধানমন্ত্রী? উনি নিজে করতে পারছেন, আমাদেরও কাজে বাধাদান করছেন। ৪ বছর পর দেশের জনতার কাছে প্রশ্ন করতে চাই, মোদী জি বেশি কাজ করেছেন, না আম আদমি পার্টি''।      

সভামঞ্চ থেকে পুরনো দলের বিরুদ্ধে তোপ দেগেছেন যশবন্ত সিনহাও। তাঁর কথায়,''দেশের রাজনীতির বদল হয়েছে। কয়েকজন নেতা এত মিথ্যা কথা বলেন, বিশেষ করে দেশের উচ্চপদস্থ নেতারা। এখানে বিশাল জনসভা দেখে বুঝতে পারছি, জনতা আর মিথ্যা কথায় সাড়া দেবে না''। যশবন্ত আরও বলেন, ''দোষীকে রাস্তা দাঁড় করিয়ে রেখে মারধরের রীতি ভারতে নেই। এখানে ভোটের মাধ্যমে শাস্তি দেন জনতা। নোটবন্দি পুরোপুরি ব্যর্থ হয়েছে। ধাক্কা খেয়েছে ব্যবসা। দেশের সর্বোচ্চ পদের ব্যক্তি অহংকারী, তিনি ভাবছেন, তিনি ছাড়া আর কেউ কাজ করতে পারবেন না''।      

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা কাজের  সমালোচনা করে চলেছেন শত্রুঘ্ন সিনহা। সরাসরি নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন। দলের মধ্যে ব্রাত্য হয়ে গিয়েছেন বিহারিবাবু। দল বিরোধী মন্তব্য করলেও এখনও কোনও পদক্ষেপ করেনি বিজেপি। এদিনও জিএসটি ও নোট বাতিল নিয়ে এদিন মোদীকে আরও একবার আক্রমণ করেছেন শত্রুঘ্ন সিনহা। তাঁর কথায়,''অরবিন্দ কেজরিওয়ালের মতো যোগ্যতা আমার নেই। যশবন্ত সিনহার মতো রাজনীতিকও নই, না আমার ৫৬ ইঞ্চির ছাতি রয়েছে। নোট বাতিলের সঙ্কট কাটার আগেই চলে এল জিএসটি। আমিই জিএসটি বুঝতে পারছি না, তো আম আদমি কীভাবে বুঝতে পারবেন। অচ্ছে দিনের প্রতিশ্রুতি ব্যর্থ হয়ে গিয়েছে। বিজেপি সাংসদের আগে ভারতীয় নাগরিকদের সেবক আমি''।               

আরও পড়ুন- ছেঁড়া-ফাটা ২০০০ ও ২০০ টাকার নোট বদলে নতুন নিয়ম আরবিআইয়ের

.