PUBG খেলার Video-তে মৌখিক সঙ্গমের ইঙ্গিত, মাসে রোজগার ১০ লাখ, গ্রেফতার স্বামী-স্ত্রী

প্রথমে গ্রেফতার করা হয় স্ত্রী ক্রুথিকা কুমারকে। এরপর আজ (শুক্রবার) গ্রেফতার করা হয় স্বামী মদন কুমারকে।

Updated By: Jun 18, 2021, 08:25 PM IST
 PUBG খেলার Video-তে মৌখিক সঙ্গমের ইঙ্গিত, মাসে রোজগার ১০ লাখ, গ্রেফতার স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: PUBG খেলে, তার ভিডিও ইউটিউবে আপলোড করে মাসে ১০ লাখ টাকা রোজগার করতেন স্বামী স্ত্রী। শুধু তাই নয়, তাদের  PUBG খেলার সঙ্গে ছিল মৌখিক সঙ্গমের ইঙ্গিত। যার জন্যই মূলত বাড়তে থাকে তাদের ভিউয়ার্স। পুলিসের নজরে পড়তেই গ্রেফতার করা হয় স্বামী ও স্ত্রীকে। 

জানা গিয়েছে, চেন্নাইয়ের বাসিন্দা মদন কুমার।PUBG খেলার লাইভ স্ট্রিমিং করত দম্পতি। কিন্তু PUBG খেলা ভারতে নিষিদ্ধ। তা সত্ত্বেও কীভাবে তারা খেলত তা জানতে তদন্তে নেমেছে চেন্নাই পুলিস।

জানা গিয়েছে, এই দম্পতির ছোট্ট সন্তানও আছে। প্রথমে গ্রেফতার করা হয় স্ত্রী ক্রুথিকা কুমারকে। এরপর আজ (শুক্রবার) গ্রেফতার করা হয় স্বামী মদন কুমারকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Tags:
.