Koel-র মাতৃত্বের এক বছর, ছোট্ট কবীরকে ভালবাসায় ভরিয়ে দিল নেটদুনিয়া

May 05, 2021, 20:06 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে এক বছরে পা দিল কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানের ছেলে কবীর। করোনার মাঝেই আগের বছর এই দিনে মা বাবার কোল আলো করে এসেছিল ছোট্ট কবীর। 

2/5

মায়ের মতোই সদাহাস্যময় কবীর। খিলখিলিয়ে হাসার মুহূর্তের এই ছবি ক্যামেরাবন্দি হয়। সান্তার সাজে কবীর, আর তাকে কোলে নিয়ে মল্লিক বাড়ির মেয়ে। এই ছবি পোস্টের পরের মুহূর্তেই  ভাইরাল হয়ে যায়।  

3/5

নেটদুনিয়ায় কবীরকে শুভেচ্ছা জানিয়েছেন কোয়েলের ফ্যানেরা। হাসি মুখের এই কবীরের ছবিও ছড়িয়ে পড়েছে দিকে দিকে। এমন মিষ্টি ছানার আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন সকলেই।

4/5

লকডাউনের দৌলতে বেড়ে ওঠায় মাকে সবসময় পাশে পেয়েছে কবীর। বাবাও সঙ্গেই ছিলেন। অতিমারীর সময়ে এই পৃথিবীর আলো দেখেছিল সে, এর মধ্য়েই কেটে গেল একটা বছর। আস্তে আস্তে বেড়ে উঠছে কোয়েল-রানের পুত্র।

5/5

ছেলেকে খুব বেশি প্রকাশ্যে আনেন নি কোয়েল। প্রথমদিনের পর পাঁচ মাসে পুজোর সময় তাঁকে সকলের সামনে নিয়ে আসেন। নামকরণও হয় সেদিনই। মায়ের কোলে চেপে পাশে বাবাকে নিয়ে কবীর পোজ দেয় ক্যামেরায়। এ যেন হ্যাপি ফ্যামিলির পারফেক্ট পিকচার।