'আজ বা কাল, ১০ লাখ পড়ুয়াকে ১০ হাজার টাকা,' ঘোষণা মমতার

Nov 14, 2022, 13:53 PM IST
1/5

শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: ১০ লাখ পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য দেওয়া হচ্ছে এই টাকা।  

2/5

মুখ্যমন্ত্রী জানান, কোভিডের সময়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনলাইন শিক্ষা সুবিধার্থে স্মার্টফোন দেওয়ার ব্যাপারে। ইতিমধ্যেই ১৭ লাখ পড়ুয়াকে দেওয়া হয়েছে। এবার আরও ১০ লাখ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।  

3/5

তিনি বলেন, বাংলায় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। বাংলায় এখন পড়াশোনার করার সুযোগ অনেক বেশি। 

4/5

জানান, রাজ্যে আরও ৬টা মেডিকেল কলেজ হয়েছে। ১ কোটি ২৫ লাখ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। ৮০ লাখেরও বেশি মেয়েকে কন্যাশ্রী দেওয়া হয়েছে।

5/5

মুখ্যমন্ত্রীর সাফ কথা, কাজ করতে গেলে ভুল হয়। সেই ভুলভ্রান্তি শুধরে নেওয়া হবে। কিন্তু কিছু লোক কুৎসা, অপপ্রচার করে বেড়াচ্ছে।