22 Feet Ram Idol | Jalpaiguri: ২২ ফিটের রাম মূর্তি জলপাইগুড়ি! দর্শনের ভিড় ভক্তদের...

অযোধ্য়ায় এদিন রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে আবেগে ভাসছে সারা দেশ। এমনকি বিদেশেও উচ্ছ্বাস রামভক্তদের।

Jan 22, 2024, 14:07 PM IST

Ram Lalla Pran Pratishtha: অযোধ্য়ায় এদিন রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে আবেগে ভাসছে সারা দেশ। এমনকি বিদেশেও উচ্ছ্বাস রামভক্তদের।

1/7

জলপাইগুড়িতেও রাম মূর্তি

22 Feet Ram Idol Jalpaiguri

প্রদ্যুৎ দাস: ২২ ফিট উঁচু রাম জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের ৫ নম্বর ঘুমটি, বামনপাড়া এলাকায় তৈরি করা হয়েছে এই রামমূর্তি।   

2/7

২২ ফিটের রাম

22 Feet Ram Idol Jalpaiguri

অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে জলপাইগুড়ির শ্রী রামলালা প্রাণপ্রতিষ্ঠা উদযাপন সমিতি তৈরি করেছে এই ২২ ফিটের রাম।   

3/7

রামের সঙ্গে সেলফি তোলার হিড়িক

22 Feet Ram Idol Jalpaiguri

সোমবার সকাল থেকেই ভক্তদের ভিড় সুবিশাল রামমূর্তি দর্শন করতে। সকাল থেকেই রামের সঙ্গে দেদারে চলছে সেলফি আর ছবি তোলার হিড়িক।   

4/7

৩ দিনের অনুষ্ঠান

22 Feet Ram Idol Jalpaiguri

এদিন কলস যাত্রার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই রামমূর্তিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।   

5/7

ভক্তদের জন্য খিচুড়ি ভোগ

22 Feet Ram Idol Jalpaiguri

পাশাপাশি এদিন জলপাইগুড়ির বিভিন্ন জায়গাতেই রয়েছে অনুষ্ঠান। ভক্তদের জন্য সকাল থেকেই চলছে খিচুড়ি ভোগের আয়োজন।  

6/7

রাম কথা পাঠ

22 Feet Ram Idol Jalpaiguri

রামমন্দির উদ্বোধন উপলক্ষে রাম কথা পাঠ হয় জলপাইগুড়ি গোশালায়। গত ২০ তারিখ থেকেই শুরু হয়েছে এই কর্মকাণ্ড।   

7/7

বিশেষ পুজো-পাঠ

22 Feet Ram Idol Jalpaiguri

এদিন সকাল থেকেই শুরু হয় বিশেষ পুজো-পাঠ। দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ২৮ জানুয়ারি পর্যন্ত রাম কথা পাঠ চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।