জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভয়ঙ্কর ক্ষতির মুখে দেশের এই পাঁচ ক্ষেত্র! কেন?

Jul 27, 2021, 18:12 PM IST
1/7

Rising fuel prices in India পেট্রোলের দাম বৃদ্ধি

Rising fuel prices in India পেট্রোলের দাম বৃদ্ধি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। ২০২০-র এপ্রিল থেকে পেট্রোলের দাম লিটার প্রতি  ৩২.২৫ টাকা থেকে ৬৯.৫৯ টাকা হয়েছে এবং বর্তমানে পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা। সেরকমই ডিজেলের দাম ২৭.৫৮ থেকে বেড়ে ৬৯.২৯ এবং পরবর্তীতে ৮৯.৮৭ টাকা হয়েছে।   

2/7

5 areas that have been affected due to rising fuel prices ৫টি ক্ষেত্রে এর প্রভাব পড়ছে

5 areas that have been affected due to rising fuel prices ৫টি ক্ষেত্রে এর প্রভাব পড়ছে

বেশ কয়েকদিন ধরেই পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। কিন্তু যে দাম বৃদ্ধি পেয়েছে তা যথেষ্ট অনেক ক্ষেত্রকে প্রভাবিত করতে। মঙ্গলবার জাতীয় রাজধানীতে দামের কোনও পরিবর্তন না হওয়ায় পেট্রল প্রতি লিটারে ১০১.৮৪ টাকায় বিক্রি হচ্ছে। সরাসরি প্রভাব পড়েছে পরিবহন ক্ষেত্রে।  

3/7

Direct impact on personal transportation charges ক্ষতিগ্রস্ত সেক্টর পরিবহন

Direct impact on personal transportation charges ক্ষতিগ্রস্ত সেক্টর পরিবহন

জ্বালানির দাম বৃদ্ধিতে দৈনিক খরচ বেড়েছে সরাসরি। জ্বালানিতে আপনার মাসিক খরচ যদি ৬ হাজার টাকা হয়ে থাকে, তাহলে এখন তা বেড়েছে বহুগুণে।   

4/7

Fertilizers price hike প্রভাব সার-এও

Fertilizers price hike প্রভাব সার-এও

জ্বালানির দাম বাড়ার কারণে সারের দাম বেড়েছে অনেকটাই। কারণ সার উৎপাদন করতে পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন।

5/7

Manufacturing ক্ষতিগ্রস্ত উৎপাদন ক্ষেত্র

Manufacturing ক্ষতিগ্রস্ত উৎপাদন ক্ষেত্র

সেখানে জ্বালানির প্রয়োজন, সেই সকল ক্ষেত্রে দাম বেড়েছে জ্বালানির দাম বৃদ্ধির ফলে। এর জেরে পণ্যের দামও বাড়ছে।   

6/7

Direct impact on personal transportation charges ক্ষতিগ্রস্ত সেক্টর পরিবহন

Direct impact on personal transportation charges ক্ষতিগ্রস্ত সেক্টর পরিবহন

জ্বালানির দাম বৃদ্ধিতে দৈনিক খরচ বেড়েছে সরাসরি। জ্বালানিতে আপনার মাসিক খরচ যদি ৬ হাজার টাকা হয়ে থাকে, তাহলে এখন তা বেড়েছে বহুগুণে। 

7/7

Inflation food and pulses price: মুল্য বৃদ্ধি খাদ্যদ্রব্যে

Inflation food and pulses price: মুল্য বৃদ্ধি খাদ্যদ্রব্যে

পেট্রোল ডিজেলের দাম বাড়ায় খাদ্যদ্রব্যের দাম বেড়েছে হু হু করে। শস্য দামও বেড়েছে অনেকটা।