পর্দার 'রানি' বাস্তবেও কি 'রাসমণি'!

Feb 11, 2018, 14:24 PM IST
1/8

8 interesting facts about 'Rani Rashmoni' Ditipriya Roy 8

পর্দার 'রানি' বাস্তবেও কি 'রাসমণি'!

জি বাংলার  'রানি রাসমণি' ধারাবাহিক ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে। এই ধারাবাহিকের সবচেয়ে বেশি যিনি জনপ্রিয় তিনি হলে রানি রাসমণি। তবে রানিকে পর্দায় যেমন দেখা যায় বাস্তবেও কি সে তেমন?

2/8

8 interesting facts about 'Rani Rashmoni' Ditipriya Roy 7

পর্দার 'রানি' বাস্তবেও কি 'রাসমণি'!

 'রানি রাসমণি'র চরিত্রে দ্বিতিপ্রিয়া পর্দায় ঠিক যেমন বাস্তবে কিন্তু সে এক্কেবারেই তেমন নয়। পর্দার রানি বাস্তবে আসলে একজন কিশোরী।

3/8

8 interesting facts about 'Rani Rashmoni' Ditipriya Roy 6

পর্দার 'রানি' বাস্তবেও কি 'রাসমণি'!

 'রানি রাসমণি'র চরিত্রের জন্য মেকআপ করার সময় দ্বিতিপ্রিয়া রায়। দ্বিতিপ্রিয়া টালিগঞ্জ এলাকার গঙ্গাপুরী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী।

4/8

8 interesting facts about 'Rani Rashmoni' Ditipriya Roy 5

পর্দার 'রানি' বাস্তবেও কি 'রাসমণি'!

ভূগোল এবং ইংরাজী নাকি দ্বিতিপ্রিয়ার পছন্দের বিষয়। পাশাপাশি ছবি আঁকতেও ভীষণ ভালোবাসে দ্বিতিপ্রিয়া।

5/8

8 interesting facts about 'Rani Rashmoni' Ditipriya Roy 4

পর্দার 'রানি' বাস্তবেও কি 'রাসমণি'!

বাস্তবে কিন্তু দ্বিতিপ্রিয়া বেশ টম বয় টাইপের। সে আবার বাড়ির পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। তার অনেকগুলি পোষা কুকুর রয়েছে।

6/8

8 interesting facts about 'Rani Rashmoni' Ditipriya Roy 3

পর্দার 'রানি' বাস্তবেও কি 'রাসমণি'!

দ্বিতিপ্রিয়ার কথায় সে 'বাথরুমে' গেলেই কল্পনাপ্রবণ হয়ে ওঠে।

7/8

8 interesting facts about 'Rani Rashmoni' Ditipriya Roy 2

পর্দার 'রানি' বাস্তবেও কি 'রাসমণি'!

দ্বিতিপ্রিয়ার বাবাও একজন অভিনেতা। আর সেই সূত্রেই অভিনয় জগতের সঙ্গে তাঁর পরিচিতি। মাত্র আড়াই বছর বয়স থেকেই অভিনয় শুরু করে দ্বিতিপ্রিয়া।

8/8

8 interesting facts about 'Rani Rashmoni' Ditipriya Roy 1

পর্দার 'রানি' বাস্তবেও কি 'রাসমণি'!

ছবিতে মায়ের সঙ্গে দেখা গেছে দ্বিতিপ্রিয়াকে। শ্যুটিংয়ের ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটানোই বেশি পছন্দ দ্বিতিপ্রিয়ার।