ভারতের কত কোটি মানুষ মানসিক অসুস্থতায় ভোগেন, জানলে আঁতকে উঠবেন...

Oct 09, 2023, 19:30 PM IST
1/6

মানসিক স্বাস্থ্য

দৈনন্দিন জীবনে আমরা শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিলেও, মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখি না। বিশ্বে ৫ জনের মধ্যে, প্রতি ১ জনের মানসিক স্বাস্থ্য সংকটে।

2/6

অসুস্থতার লক্ষণ

খাবারের প্রতি অনীহা, আত্মহত্যার চেষ্টা, বিভিন্ন জিনিসে ভয়, নিজের কাজে নিয়ন্ত্রণ না রাখতে পারা--এইসবই মানসিক অসুস্থতার লক্ষণ।

3/6

ভারতে মানসিক অসুস্থতা

বর্তমানে ভারতের ৬০ থেকে ৭০ কোটি মানুষ মানসিক অসুস্থতায় ভোগেন। ভারতে প্রতি বছর ২ লাখেরও বেশি লোক আত্মহত্যা করেন।

4/6

অসুস্থতার হার

৫০ শতাংশ  মানসিক অসুস্থতা ১৪ বছর বয়সের মধ্যেই হয়ে যায়, আর ২৪ বছরের বয়সের মধ্যেই ৭৫ শতাংশ মানসিক অসুস্থতা হয়ে থাকে ।

5/6

কোভিড-১৯

কোভিড-১৯ অতিমারির পর বহু মানুষ, মানসিক অসুস্থতার শিকার হয়। তার কিছু কারণ হল, কাছের মানুষকে না দেখতে পাওয়া, চাকরি খোয়ানো ইত্যাদি।

6/6

সমস্যার সমাধান

অনেক ক্ষেত্রেই আমরা মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিই না। এই ভুলই আমাদেরকে পরবর্তী কালে আরও বড়ো সমস্যার সম্মুখীন করে।