পরিকল্পনার চেয়ে বুধবার থেকে অতিরিক্ত লোকাল, অফিসে টাইমে অধিক সংখ্যায়

Nov 06, 2020, 21:25 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর দাবি মেনে বুধবার থেকে অতিরিক্ত লোকাল চালাবে রেল। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে ৪৬% ও দক্ষিণ-পূর্ব রেলে প্রায় ৪৫% ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। দূরত্ববিধি মানতে জোর তৎপর রেল। 

2/5

রাজ্যে মোট ১৮১ জোড়া লোকাল চালিয়ে কি ভিড় সামাল দেওয়া যাবে? দূরত্ববিধিও কি মানা সম্ভব? এই কারণেই আরও বেশি লোকাল চালানোর জন্য রেলকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। সেই আবেদনে সাড়া দিয়েছে রেল।

3/5

ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। প্রায় ৪৫ শতাংশ ট্রেন পরিষেবা দেবে তারা। শিয়ালদা ডিভিশনে ৪৬ শতাংশ ট্রেন চালাবে পূর্ব রেল। অফিস টাইমে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত।

4/5

দক্ষিণ-পূর্ব সেকশনে হাওড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত ২টো ৪০-এ। শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ২৫-এ। মেদিনীপুর থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৪টে ৫-এ। মেদিনীপুর থেকে শেষ ট্রেন ছাড়বে সন্ধে ৭টা ১৫-য়। খড়্গপুর থেকে প্রথম ট্রেন ভোর ৩টেয়।

5/5

অফিস টাইমে পুরনো সূচি মেনেই লোকাল চালানো হবে। তবে দুপুরের দিকে কম থাকবে। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল।