১মার্চ থেকে শুরু বয়স্কদের Vaccination, আপনি কীভাবে পাবেন?

Feb 26, 2021, 15:07 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন : Co-Win অ্যাপের মাধ্যমে  প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। 

2/8

সরকারি জায়গায় ভ্যাকসিনের জন্য কোনও খরচ দিতে হবে না। 

3/8

বেসরকারি ক্ষেত্রে প্রয়োজন সার্ভিস চার্জ বাবদ ১০০ টাকা এরপর লাগবে ভ্যাকসিনের দাম।   

4/8

স্থানীয় কোন কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে তা সরকারি ভাবে প্রচার চালানো হবে। তবে তাতে সরকারি কেন্দ্রের কথা জানতে পারবেন। 

5/8

বেসরকারি কেন্দ্রে টিকার দাম নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, ১০,০০০ টি সরকারি কেন্দ্র ও ২০,০০০ টি বেসরকারি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে।

6/8

জানা গিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই সেই খরচের তালিকা জনানো হবে। হাসপাতালের সঙ্গে আলোচনা করেই ভ্যাকসিন নেওয়ার খরচ নির্ধারিত হবে।      

7/8

8/8