Afghanistan: 'সবকিছু হারিয়েছি, শরণার্থীর মর্যাদা দিন', দিল্লিতে রাষ্ট্রসংঘের দফতরে আফগান নাগরিকরা

Aug 23, 2021, 13:49 PM IST
1/6

ফিরতে পারব না

ফিরতে পারব না

কাবুল থেকে প্রাণ হাতে নিয়ে দিল্লিতে এসে পৌঁছেছেন বহু আফগান। অধিকাংশই বলেছেন, আফগানিস্তানে আর ফিরতে পারবেন না। তাঁর এখন চান শরণার্থীর মর্যাদা। সোমবার দিল্লিতে রাষ্ট্রসংঘের দফতরের সামনে জড়ো হলেন কয়েকশো আফগান নাগরিক।

2/6

সামিল শিশুরাও

সামিল শিশুরাও

এদিন রাষ্ট্রসংঘ শরণার্থীর দফতরের সামনে এদিন জড়ো হয়েছিলেন বহু মাহিলা ও শিশু। তাদের হাতে পোস্টার। আমাদের কোনও ভবিষ্যত নেই আফগানিস্তানে। আমাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হোক। আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হোক।

3/6

ওখানে বিপন্ন আমরা

ওখানে বিপন্ন আমরা

এক আফগান মহিলা জানালেন, এইসব ছোটছোট ছেলে মেয়েদের ওখানে পড়াশোনার কোনও সুবিধে নেই। চিকিত্সার সুযোগ নেই। কাজ করতে পারি না।  আমরা বিপন্ন ওখানে।

4/6

নিরাপত্তা চাই

নিরাপত্তা চাই

হুইল চেয়ারে চড়ে এসেছিল এক ছাত্র। তহা বারাক নামে ওই ছাত্র সংবাদমাধ্যমে জানান, আফগানিস্তানে ফিরতে পারব না। ওখানে সাংঘাতিক বিশৃঙ্খল অবস্থা। দেশে রক্তগঙ্গা বইছে। বাধ্য হয়েই পালিয়ে এসেছি। আমার নিরাপদে থাকতে চাই। 

5/6

রোজই পরিস্থিতি খারাপ হচ্ছে

রোজই পরিস্থিতি খারাপ হচ্ছে

আফগান নাগরিকদের তরফে রাষ্ট্র সংঘে দেওয়া এক স্মারকলিপিতে বলা হয়, আফগানিস্তানের পরিস্থিতি এখন ভয়ঙ্কর। রোজই তা খারাপ হচ্ছে। এরকম এক পরিস্থিতিতে আমাদের বিনা শর্তে শরণার্থীর মর্যাদা দেওয়া হোক। 

6/6

বেঁচে থাকার ব্যবস্থা করা হোক

বেঁচে থাকার ব্যবস্থা করা হোক

আফগান নাগরিকদের তরফে বলা হয়, আফগানিস্তানের বর্তমান যা পরিস্থিতি তাতে সেখান থেকে কোনও আর্থিক সাহায্য আসা অসম্ভব। তাই রাষ্ট্র সংঘের তরফে আমাদের বেঁচে থাকার ব্যবস্থা করা হোক।