ক্ষেতমজুর সংগঠনের উত্তরকন্যা অভিযান, বাড়ি বাড়ি ঘুরে ১ লাখ রুটি সংগ্রহ

Dec 27, 2018, 12:12 PM IST
1/6

সিঙ্গুরের পর শিলিগুড়িতে লং মার্চ। উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে কৃষকসভা ও ক্ষেতমজুর সংগঠন।

2/6

অভিযানের জন্য বাড়ি বাড়ি ঘুরে রুটি সংগ্রহ করা হয়েছে। শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ড ঘুরে রুটি সংগ্রহ করা হয়েছে।

3/6

সঙ্গে রয়েছে ঘুঘনি, যাঁরা মিছিলে আসছেন, তাঁরা খাচ্ছেন।

4/6

মূলত ৩টি দাবিতে এই অভিযান। প্রথম দাবি, কৃষকের সমস্তরকম কৃষি ঋণ মকুব করতে হবে।

5/6

দ্বিতীয় দাবি হল,  কৃষকের ফসলের লাভজনক দর দিতে হবে। তৃতীয় দাবি, বেগা প্রকল্পে ২০০ দিনের কাজ নিশ্চিত করতে হবে।

6/6

শিলিগুড়ি মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে শুরু হয়েছে মিছিল। শেষ হবে উত্তরকন্যার আগে তিনবাত্তির মোড়ে। তারপর প্রাইমারি স্কুলের মাঠে হবে জনসভা।