কাউন্টি ক্রিকেটে অভিষেকেই নজির গড়লেন আজিঙ্কে রাহানে

| May 23, 2019, 16:20 PM IST
1/5

1

কাউন্টিতে অভিষেক ম্যাচেই হ্যাম্পশায়ারের হয়ে শতরান করলেন আজিঙ্কে রাহানে।

2/5

2

নটিংহ্যাম্পশায়ারের বিরুদ্ধে ১৯৭ বলে ১১৯ রান করেন রাহানে।  

3/5

3

রাহানে হলেন তৃতীয় ভারতীয় যিনি ইংলিশ কাউন্টিতে অভিষেক ম্যাচেই শতরান করলেন।

4/5

4

রাহানের আগে এই নজির রয়েছে আরও দুই ভারতীয় ক্রিকেটারের। ২০১৩ সালে সমারসেটের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে ১১২ রান করেছিলেন পীযুষ চাওলা।  

5/5

5

২০১৮ সালে এসেক্সের হয়ে কাউন্টিতে অভিষেকেই শতরান করেছিলেন মুরলী বিজয়। নটিংহ্যাম্পশায়ারের বিরুদ্ধে ১০০ রান করেন বিজয়।