Heat Wave Alert: বুধবার থেকেই রাজ্যের এই জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা, সাবধানে বাড়ি থেকে বেরন

দক্ষিণবঙ্গে আগামী ১৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা চল্লিশের ঘরে পৌঁছতে পারে। 

Mar 29, 2022, 17:23 PM IST
1/7

বুধবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপ প্রবাহ!

Heat Wave Alert 1

  নিজস্ব প্রতিবেদন: আগামী ৩১ মার্চ অর্থাৎ বুধবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপ প্রবাহের (Heat Wave Alert) সর্তকতা দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore, Regional Meteorological Centre Kolkata)।

2/7

উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টিপাত

Heat Wave Alert 2

আসন্ন পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   

3/7

উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে

Heat Wave Alert 3

২৪ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।

4/7

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

Heat Wave Alert 4

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ১৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলায় তাপ প্রবাহের (Heat Wave Alert) সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা চল্লিশের ঘরে পৌঁছতে পারে। 

5/7

কলকাতার তাপমাত্রা

Heat Wave Alert 5

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশে পাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়ে ২৭ ডিগ্রি কাছাকাছি থাকবে।

6/7

চার জেলায় তাপ প্রবাহ!

Heat Wave Alert 6

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপ প্রবাহের (Heat Wave Alert) সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore, Regional Meteorological Centre Kolkata)। শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে।   

7/7

একটা ঘূর্ণাবর্ত রয়েছে

Heat Wave Alert 7

এখন শুধুমাত্র বিহারের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গে বৃষ্টি হবে।