বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ! ছবি ভাইরাল নেট দুনিয়ায়

| May 18, 2020, 16:37 PM IST
1/5

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

ছবি দেখলে একে ধান গাছ বলে বিশ্বাসই হবে না! মনে হতেই পারে ছবি এডিট করে, রং চড়িয়ে ধান গাছ এমন বাহারি রঙে দেখানো হচ্ছে! এ ছবি একশো শতাংশ খাঁটি আর কৃষকদের কাছেও নাকি এই ধান ‘নতুন কিছু নয়’!

2/5

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

বিগত বেশ কয়েক বছর ধরেই এই প্রজাতির ধান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক কৃষিজীবী মানুষ। শুধু পাতার রং-ই নয়, এই ধানগাছের এমন কয়েকটি প্রজাতি রয়েছে, যেগুলির ধান ও চালের রংও বেগুনী!

3/5

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

এই প্রজাতির ধান চাষের অভিজ্ঞতা রয়েছে এমন কৃষকরা জানান, এই জাতের ধানগাছে ফলন বেশ ভালই। বিঘা প্রতি ফলন প্রায় ১০ থেকে ১১ কুন্টাল।

4/5

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

এই প্রজাতির ধানগাছে কোনও অতিরিক্ত সার বা জল দেওয়ার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না বিশেষ পরিচর্যারও।

5/5

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

বেগুনী রঙের পাতায় নজর কাড়া ধান গাছ!

বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির ধানগাছে রোগ বা পোকামাকড়ের আক্রমণের নজির অন্যান্য প্রজাতির ধানের তুলনায় অনেকটাই কম। অন্য ধানের তুলনায় এর চাল একটু মোটা। তবে এর পুষ্টিগুণ অনেক বেশি আর ভাতের স্বাদও ভাল।