১০ লাখ ভারতীয়কে চাকরি দেব আমি, ভারতে এসে ঘোষণা Amazon প্রধানের

Jan 17, 2020, 16:13 PM IST
1/5

চাকরি দেবে অ্যামাজন

চাকরি দেবে অ্যামাজন

ভারতের বিভিন্ন শহর ও গ্রামে ছোট ব্যবসা ডিজিটাইজেশন করার জন্য এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বলে জানিয়েছিলেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। এবার ভারত সফরে এসে তিনি আরও বড় প্রতিশ্রুতি দিলেন। 

2/5

চাকরি দেবে অ্যামাজন

চাকরি দেবে অ্যামাজন

ভারতীয়দের জন্য ১০ লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি করবেন বলে জানালেন অ্যামাজন বস। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বন্দ্ব থাকলেও বেজোস এদেশে বিনিয়োগের ব্যাপারে আশাবাদী। 

3/5

চাকরি দেবে অ্যামাজন

চাকরি দেবে অ্যামাজন

অ্যামাজন ইন-এ একটি চিঠি পোস্ট করেছেন বেজোস। সেখানে তিনি লিখেছেন, ''ভারতীয়দের সৃজনশীলতা ও কর্মক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। এই দেশে যত ঘুরছি তত ভালবাসা বাড়ছে।''

4/5

চাকরি দেবে অ্যামাজন

চাকরি দেবে অ্যামাজন

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অবশ্য জানিয়েছিলেন, ভারতে বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘন করেছে অ্যামাজন। আর সেই জন্য অ্যামাজন-এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাতে দোষী প্রমাণিত হলে অ্যামাজন সমস্যায় পড়বে।

5/5

চাকরি দেবে অ্যামাজন

চাকরি দেবে অ্যামাজন

অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্য কোনও অনলাইন স্টোর-এর মাধ্যমে যাতে নিম্নমানের পণ্য দেশের বাজারে ঢুকতে না পারে সেদিকেও সরকার লক্ষ্য রাখছে বলে জানিয়েছিলেন গোয়েল। ই-কমার্স যে দেশের ছোট ও মাঝারি ব্যবসার বড় ক্ষতি করছে সেই কথাও মেনে নিয়েছেন গোয়েল।