Zee Bangla Sa re Ga ma pa-র মঞ্চে এবার অমিত কুমার ও উদিত নারায়ণ

Jan 13, 2021, 19:48 PM IST
1/8

Zee বাংলা সারেগামাপা-য় সপ্তাহন্তে রয়েছে বিশেষ চমক। হাজির হতে চলেছেন অমিত কুমার ও উদিত নারায়ণ। 

2/8

Zee বাংলা সা রে গা মা পা-র বিচারকদের সঙ্গে অমিত কুমার। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে শ্রীকান্ত আচার্য, মিকা সিং (বাঁদিকে), জয় সরকার ও আকৃতি কক্কর (ডানদিকে)। 

3/8

১৬ জানুয়ারি শনিবার রাত ৯.৩০ থেকে ১১ পর্যন্ত সারেগামাপা-র মঞ্চে থাকবেন উদিত নারায়াণ। 

4/8

১৭ জানুয়ারি রবিবার রাত ৯.৩০ থেকে ১১ পর্যন্ত সারেগামাপা-র মঞ্চে থাকবেন অমিত কুমার। 

5/8

সারেগামাপা-র মঞ্চে নিজের গান ছাড়াও বাবা কিশোর কুমারের গাওয়া গানও শোনাবেন অমিত কুমার। 

6/8

অমিত কুমারের মুখে শোনা যাবে কিশোর কুমার ও আর ডি বর্মনের নানান অজানা কথা। 

7/8

অমিত কুমারের মুখো শোনা যাবে রেকর্ডিং স্টুডিওর নানান অজানা গল্প। 

8/8

শনিও রবিবার অমিত কুমার এবং উদিত নারায়ণ ছাড়াও থাকবেন সারেগামাপা-র অন্যান্য বিচারকরাও। (ছবিতে জয় সরকার, ইমন চক্রবর্তী) ইতিমধ্যেই হয়ে গিয়েছে অমিত কুমার ও উদিত নারায়ণের এপিসোডের শ্যুটিং।