দু-একদিনের মধ্যেই এইমস থেকে ছাড়া হবে অমিত শাহকে

Jan 17, 2019, 13:26 PM IST
1/6

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি অমিত শাহ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।

2/6

বৃহস্পতিবার বিজেপির তরফে জানানো হয়েছে, এক-দুদিনের মধ্যেই অমিত শাহকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানিয়েছেন এইমসের চিকিত্সকরা। 

3/6

বুধবার সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে এইমসের ওল্ড প্রাইভেট ওয়ার্ডে ভর্তি হন বিজেপির সর্বভারতীয় সভাপতি। টুইটারে তিনি লেখেন, ''আমার সোয়াইন ফ্লু হয়েছে। চিকিত্সা চলছে। ইশ্বরের কৃপা ও আপনাদের প্রেম ও শুভেচ্ছায় শীঘ্রই সুস্থ হয়ে উঠব''।    

4/6

এইমসের ডিরেকটর রণদীপ গুলেরিয়ার পর্যবেক্ষণে চিকিত্সকদের একটি দল তাঁর উপরে নজর রাখছে।  

5/6

বিজেপির মুখপাত্র অনিল বালুনিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে,''সর্বভারতীয় সভাপতির স্বাস্থ্যে উন্নতি হয়েছে। এক-দুদিনের মধ্যেই তাঁকে ছাড়া হবে। সকলকে ধন্যবাদ''। 

6/6

রাজ্যে ৫ টি সভা করার কথা অমিত শাহের। ২০ জানুয়ারি মালদহে অমিত শাহর প্রথম সভা। ২১ জানুয়ারি সিউড়ি ও ঝাড়গ্রামে সভা। ২২ জানুয়ারি জয়নগর ও কৃষ্ণনগরে আরও দুটি সভা করবেন বিজেপি সভাপতি। অমিত শাহের বাংলায় কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।