রিসেপশনে বিন্দাস অনির্বাণ-মধুরিমা, হিন্দি গানের তালে নাচলেন নব বধূ

Nov 28, 2020, 13:09 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: গতকাল বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন। শুক্রবার সন্ধেয় অনির্বাণ-মধুরিমার রিসেপশন। বিয়ের মতোই ছিমছাম বাঙালি সাজের পথে হেঁটেছেন নব দম্পতি। 

2/7

অনির্বাণ পরেছিলেন সাদা পাঞ্জাবি। সঙ্গে নিয়েছিলেন নীল শাল। অনির্বাণকে যোগ্য সঙ্গত দিয়েছেন মধুরিমা। তিনি বেছে নিয়েছেন ধূসর শাড়ি, সোনালি ব্লাউজ। খুব ভারী গয়না পরেননি। 

3/7

এ দিন বিয়ের রিসেপশনে এসেছেন অনির্বাণের টলিউডের বন্ধুরা। 

4/7

হিন্দি গানের সঙ্গে জমাটি নাচের ব্যবস্থাও ছিল। সেখানে নাচলেন নব দম্পতি।

5/7

স্ত্রী মিথিলাকে নিয়ে এসেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ইদানীং তাঁর সব ছবিতেই থাকছেন অনির্বাণ।   

6/7

এসেছিলেন রুদ্রনীল ঘোষ। সেলফি তুলেছেন নব দম্পতির সঙ্গে।

7/7

নিই এজ কাপল। রিসেপশনে তাই একদম বিন্দাস মেজাজে ক্যামেরাবন্দি হলেন অনির্বাণ-মধুরিমা।