মা হতে চলেছেন অভিনত্রী অনিতা হাসানন্দনি, প্রকাশ্যে ভিডিয়ো

Oct 10, 2020, 19:53 PM IST
1/8

অভিনেত্রী অনিতা হাসানন্দনি ও রোহিত রেড্ডির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই সুখবর দিয়েছেন অনিতা ও রোহিত দুজনেই। 

2/8

প্রিয় অভিনেত্রীর মা হতে চলার খবরে অনিতা হাসানন্দনিকে শুভচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগী ও শুভাকাঙ্খীরা।

3/8

অনিতা মা হতে চলেছেন এই জল্পনা অবশ্য বহুদিন ধরেই চলছিল। 

4/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Houdini, move over bro!

A post shared by Rohit Reddy (@rohitreddygoa) on

গত ২২ অগস্ট অনিতার স্বামী রোহিত রেড্ডির পোস্ট করা একটি ভিডিয়ো দেখেই অনুরাগীরা অনুমান করে নেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা।

5/8

'অনিতা অন্তঃসত্ত্বা', অনেকেই রোহিত রেড্ডির ইনস্টাপোস্টের নিচে কমেন্ট করতে থাকেন।

6/8

জল্পনা তৈরি হলেও অনিতা ও রোহিত অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন।

7/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার সুন্দর একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের সুখবর দেন অনিতা ও রোহিত।

8/8

২০২১-এ অনিতা ও রোহিতের পরিবারে আগমন হবে নতুন অতিথির।