মা হতে চলেছেন, নানান পোশাকে 'বেবি বাম্প'-এর বিশেষ ভিডিয়ো পোস্ট করলেন অনিতা

Oct 18, 2020, 21:40 PM IST
1/5

মা হচ্ছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনন্দানি। কিছুদিন আগেই বিশেষ ভিডিয়োর মাধ্যমে মাতৃত্বের কথা জানিয়েছেন অনিতা। 

2/5

এবার নানান পোশাকে অভিনব কায়দায় বেবিবাম্পের ভিডিয়ো পোস্ট করলেন অনিতা।

3/5

ভিডিয়োটির ক্যাপশনে অনিতা হাসনন্দানি লিখেছেন, 'বেবিবাম্প লাভ'।

4/5

অন্তঃসত্ত্বা হওয়ার পর বেবিমুনের ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে স্বামীর সঙ্গে দেখা যায় অনিতাকে।

5/5

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Anita H Reddy (@anitahassanandani) on

স্বামী রোহিত রেড্ডির সঙ্গে বিয়ের ৭ বছর পর এবার মা হচ্ছেন অনিতা। ফলে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বেজায় খুশি অভিনেত্রীর স্বামী। তাঁদের বিয়ের বয়স ৭ বছর হলেও, প্রায় ১০ বছর ধরে অনিতার সঙ্গে ভালবাসার বাঁধনে জড়িয়ে রোহিত।