1/8
2/8
photos
TRENDING NOW
3/8
সকলেই মোটামুটি জানেন, কখন সূর্যগ্রহণ হয়। যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় আসে। তখন পৃথিবী থেকে আমরা যেন দেখি চাঁদ সূর্যকে ঢেকে দিল। কার্যত তা অসম্ভব। কিন্তু দূরত্বের কারণে এটা ঘটে। এবার, সূর্যকে চাঁদ ঢেকে দিলেও সূর্যের আলোর কিরণরশ্মি (glowing halo) চাঁদের পারপাশ দিয়ে ঠিকরে বেরোয়। অন্ধকার আকাশে সেটা দেখতে অনেকটা আংটির মতো লাগে। আংটি, তবে তা ধাতু বা পাথরের নয়, আগুনের। এবারেও এরকমম ঘটবে এবং সেটা মোটামুটি ১ ঘণ্টা স্থায়ী হবে।
4/8
5/8
মোটামুটি ৩ ধরনের solar eclipse হয়। পূর্ণ গ্রহণ, আংশিক গ্রহণ আর বার্ষিক গ্রহণ। চাঁদ যখন পৃথিবী থেকে সব চেয়ে দূরে থাকে তখনই annular eclipse ঘটে। দূরে থাকে বলে চাঁদকে তখন খুব ছোট্ট দেখায়। এবং সূর্যকে তা মোটেই পুরোপুরি ঢেকে দিতে পারে না Nasa জানায় , solar eclipse চলা কালীন চাঁদ পৃথিবীর উপর দু'টি ছায়াপাত ঘটায়। প্রতি ১৮ মাসে এটা ঘটে।
6/8
7/8
8/8
photos