Building Collapsed: আহিরীটোলার পর এবার বড়বাজার, ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়়ল বাড়ি

Sep 30, 2021, 19:24 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র ২৪ ঘণ্টার। আহিরীটোলার পর এবার বড়বাজার। কলকাতায় ফের ভেঙে পড়ল বাড়ি। কেউ হতাহত হননি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।   

2/6

সন্ধ্যার পর দুর্যোগ কাটল। আকাশ পরিষ্কার হল। তখন কিন্তু বেশ জোরেই বৃষ্টি পড়ছিল। বৃহস্পতিবার দুপুরে, বড়বাজারের কটন স্ট্রিটে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ।

3/6

 ঘটনার পর আতঙ্কে রীতিমতো ছোটাছুটি করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, বিপর্যয় মোকাবিলা দল ও দমকল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার।

4/6

গত কয়েকদিন ধরেই শহরে দুর্যোগের চলছে। নিম্নচাপের বৃষ্টি যেন থামতেই চাইছে না। প্রাথমিক অনুমান, লাগাতার বৃষ্টির জেরেই বিপত্তি ঘটেছে।

5/6

কটন স্ট্রিটের ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল। বাড়িটি কি কেউ থাকতেন? খতিয়ে দেখছে পুলিস। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে, এমনভাবে ভেঙে পড়েছে যে, বাড়িটির পিছনে দিকে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু আটকে পড়েছেন। 

6/6

বুধবার ভোরে প্রবল বৃষ্টিতে আবার উত্তর কলকাতার আহিরীটোলায় ভেঙে পড়েছিল দোতলা বাড়ি এক অংশ। ধ্বংস্তুপে চাপা পড়ে প্রাণ হারান শিশু-সহ চারজন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফের একই ঘটনা ঘটল বড়বাজারে।