পরনে সিন্থেটিক শাড়ি, হাতে ঝোলা ব্যাগ চুলেও পাক ধরেছে এ কেমন বেশে স্বস্তিকা!

Feb 29, 2020, 12:33 PM IST
1/8

পরনে সিন্থেটিক শাড়ি, হাতে ঝোলা ব্যাগ, পাক ধরেছে চুলেও, বাঙালি নয়, অবাঙালি বেশেই ধরা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সৌজন্য অর্জুন দত্তের ছবি 'গুলদস্তা'। সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে ছবির চরিত্রগুলির লুক। যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায়ের চরিত্রের নাম ডলি বাগরি।

2/8

'গুলদস্তা'য় 'রেণু' ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়কে। 

3/8

'গুলদস্তা' ছবিতে 'রেণু'র স্বামী অর্থাৎ দেবযানী চট্টোপাধ্যায়ের স্বামী ধ্রুব-র ভূমিকায় দেখা যাবে অভিজিৎ গুহকে।

4/8

রেণুর ছেলে টুকাই-এর ভূমিকায় দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। 

5/8

এক ফ্রেমে রেণু, তাঁর স্বামী ধ্রুব ও ছেলে টুকাই (দেবযানী চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহ ও অনুভব কাঞ্জিলাল)

6/8

ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়। 'গুলদস্তায়' তাঁর চরিত্রের নাম শ্রীরূপা। আর শ্রীরূপার স্বামী অর্ণবের ভূমিকায় দেখা যাবে ঈশান মজুমদারকে। 

7/8

এর আগে অর্জুন দত্তের 'অব্যক্ত' ছবিতে মন কেড়েছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। অন্যদিকে অর্জুন দত্তের শ্রীমতি ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। 

8/8

ছবির আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অনুরাধা মুখোপাধ্যায়কে। 'গুলদস্তা'য় রিয়ার ভূমিকায় দেখা যাবে তাঁকে। যিনি কিনা অর্ণব অর্থাৎ ইশান মজুমদারের অধস্তন কর্মচারী।