লিটন দাসের স্টাম্প আউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দু'দেশের ক্রিকেটভক্তদের মধ্যে শুরু হয়ে গিয়েছে যুদ্ধ।
2/8
লিটনের আউটে বিতর্ক!
কুলদীপ যাদবের একটি গুগলিতে পরাস্ত হন লিটন। পিছন থেকে মাত্র এক তৃতীয়াংশ সেকেন্ড তাঁকে স্টাম্পিং করেন ধোনি।
photos
TRENDING NOW
3/8
লিটনের আউটে বিতর্ক!
প্রশ্ন উঠছে আদৌ কি আউট ছিলেন লিটন দাস? বিশেষ করে ম্যাচের ওই পরিস্থিতিতে লিটনের আউট ফ্যাক্টর। সেই সময়ে ক্রিজে স্বচ্ছন্দে ব্যাট করছিলেন লিটন। তাঁর উইকেট হারানোর পরই আড়াইশোর আশা হারায় বাংলাদেশ।
4/8
লিটনের আউটে বিতর্ক!
একটা দিক থেকে দেখা যাচ্ছে অন দ্য লাইনে ছিলেন লিটন দাস।
5/8
লিটনের আউটে বিতর্ক!
একেবারে ক্লোজ আপে দেখা যাচ্ছে, পা অন দ্য লাইন থেকে একচুল দূরে।
6/8
লিটনের আউটে বিতর্ক!
অন দ্য লাইন থাকলে কি আউট? কোরা বলছে, আইসিসির ৩৯ নম্বর ধারা অনুযায়ী, অন দ্য লাইন থাকলে আউট দেওয়া হবে ব্যাটসম্যানকে। এক্ষেত্রে তাই অন দ্য লাইনের যুক্তি খাটছে না।
7/8
লিটনের আউটে বিতর্ক!
উইকেটের পিছন থেকে দেখা যাচ্ছে, অন দ্য লাইন থেকে এক চুল দূরে লিটনের পা।
8/8
লিটনের আউটে বিতর্ক!
'বেনিফিট অব ডাউট' ব্যাটসম্যানের পক্ষে যাওয়া উচিত ছিল বলে মত অনেকের।তবে পক্ষে-বিপক্ষে সওয়াল-জবাব চলবে। কিন্তু ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।