প্রতিটি কোণা থেকে লিটনের আউটের ছবি দেখে নিন

Sep 29, 2018, 01:08 AM IST
1/8

লিটনের আউটে বিতর্ক!

liton_1

লিটন দাসের স্টাম্প আউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দু'দেশের ক্রিকেটভক্তদের মধ্যে শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। 

2/8

লিটনের আউটে বিতর্ক!

liton_2

কুলদীপ যাদবের একটি গুগলিতে পরাস্ত হন লিটন। পিছন থেকে মাত্র এক তৃতীয়াংশ সেকেন্ড তাঁকে স্টাম্পিং করেন ধোনি।

3/8

লিটনের আউটে বিতর্ক!

liton_3

প্রশ্ন উঠছে আদৌ কি আউট ছিলেন লিটন দাস? বিশেষ করে ম্যাচের ওই পরিস্থিতিতে লিটনের আউট ফ্যাক্টর। সেই সময়ে ক্রিজে স্বচ্ছন্দে ব্যাট করছিলেন লিটন। তাঁর উইকেট হারানোর পরই আড়াইশোর আশা হারায় বাংলাদেশ। 

4/8

লিটনের আউটে বিতর্ক!

liton_4

একটা দিক থেকে দেখা যাচ্ছে অন দ্য লাইনে ছিলেন লিটন দাস। 

5/8

লিটনের আউটে বিতর্ক!

liton_5

একেবারে ক্লোজ আপে দেখা যাচ্ছে, পা অন দ্য লাইন থেকে একচুল দূরে।     

6/8

লিটনের আউটে বিতর্ক!

liton_6

অন দ্য লাইন থাকলে কি আউট? কোরা বলছে, আইসিসির ৩৯ নম্বর ধারা অনুযায়ী, অন দ্য লাইন থাকলে আউট দেওয়া হবে ব্যাটসম্যানকে। এক্ষেত্রে তাই অন দ্য লাইনের যুক্তি খাটছে না।  

7/8

লিটনের আউটে বিতর্ক!

liton_7

উইকেটের পিছন থেকে দেখা যাচ্ছে, অন দ্য লাইন থেকে এক চুল দূরে লিটনের পা।   

8/8

লিটনের আউটে বিতর্ক!

liton_8

'বেনিফিট অব ডাউট' ব্যাটসম্যানের পক্ষে যাওয়া উচিত ছিল বলে মত অনেকের।তবে পক্ষে-বিপক্ষে সওয়াল-জবাব চলবে। কিন্তু ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।