অবিশ্বাস্য যে ১০ রেকর্ডের মালিক বিরাট কোহলি

Feb 16, 2018, 14:39 PM IST
1/10

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাজার রানের মালিক বিরাট কোহলি। ইংল্যান্ডের কেভিন পিটারসন যেটা করেছিলেন ৩২ ইনিংসে, বিরাট সেটা করে দেখিয়েছেন ২৭ ইনিংসেই। 

2/10

অধিনায়ক হিসেবে একটি ক্রিকেট বর্ষে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ২০১৭-তে কোহলির রান ছিল ১৪৬০। এর আগে এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (২০০৭ সালে ১৪২৪ রান)। 

3/10

বিশ্বের দ্রুততম ৯০০০ হাজার রানের রেকর্ডও রয়েছে বিরাট কোহলির। ১৯৪ ইনিংসেই এই মাইলস্টোনে পৌঁছেছেন বিরাট কোহলি। এর আগে ২০৫ ইনিংসে ৯০০০ রান করার রেকর্ড ছিল এবিডি'র। 

4/10

অধিনায়ক হিসেবে সর্বাধিক ১৩ শতরানের নজির রয়েছে বিরাট কোহলির। এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ১১ শতরান করে এই ক্লাবের শীর্ষে ছিলেন। 

5/10

ব্রায়ান লারার ৫ দ্বিশতরানের রেকর্ড ভেঙে কোহলিই এখন পৃথিবীর একমাত্র ক্রিকেট অধিনায়ক যিনি টেস্ট ক্রিকেটে ৬টি দ্বিশতরান করেছেন। 

6/10

কোহলিই একমাত্র ব্যাটসম্যান, যিনি পরপর দু'বছরের মধ্যেই তিনটি দ্বিশতরান করেছেন (টেস্ট ক্রিকেট)।

7/10

সচিনের পর এখন একমাত্র বিরাট কোহলিরই ৩৪টি একদিনের শতরানের রেকর্ড রয়েছে।    

8/10

ক্রিকেট ক্যালেন্ডারের এক বছরের মধ্যে অধিনায়ক বিরাটের দখলে রয়েছে ৬টি শতরান। যা আর কোনও ক্রিকেট অধিনায়কের নেই।

9/10

২০১৬ ক্রিকেট বর্ষে কোহলিই ছিলেন একমাত্র ক্রিকেটার, যার ব্যাটিং গড় ছিল ৫০-এর ওপর (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি)।

10/10

দ্বিপাক্ষিক সিরিজে (একদিনের আন্তর্জাতিক) ৬ বার ৩০০ প্লাস রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির। যা আর অন্য ক্রিকেটারের নেই।