গর্বের ২৯ জুলাই! অনলাইনে মোহনবাগান দিবস পালন

Jul 29, 2020, 20:53 PM IST
1/5

বুধবার রাজ্যজুড়ে করোনা লকডাউন ছিল। তাই এবার অনলাইনে মোহনবাগান দিবস পালন করার সিদ্ধান্ত নেয় সবুজ-মেরুন শিবির। বিশেষ দিনে লকডাউনের বিধিনিষেধ মেনে ক্লাব প্রাঙ্গনে সভ্য সমর্থকদের না আসার জন্য অনুরোধ জানান ক্লাব কর্তারা।

2/5

সকালে ক্লাব তাঁবুতে এঅসে অমর একাদশের বেঞ্চে মাল্যদান এবং পতাকা উত্তোলন করে যান ক্লাব সচিব সৃঞ্জয় বসু।

3/5

 ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশেও এদিন মাল্যদান করেন সবুজ-মেরুন কর্তারা।

4/5

এবছর মোহনবাগান রত্ন পেলেন কিংবদন্তি হকি তারকা গুরবক্স সিং আর প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী। প্রাক্তন ক্রিকেটারের হাতে এই সম্মান তুলে দেন দুই মোহনবাগান কর্তা সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত।  

5/5

 এবার মোহনবাগান দিবসে প্রয়াত সচিব অঞ্জন মিত্রকে শ্রদ্ধার্ঘ দিল সবুজ-মেরুন। এবার থেকে ময়দানের সেরা ক্রীড়া প্রশাসককে অঞ্জন মিত্র পুরস্কার দেওয়া চালু করল মোহনবাগান ক্লাব। প্রথম বছরে এই সম্মান পেলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি।