ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান, জানালেন বাইচুং ভুটিয়া

Apr 12, 2020, 13:16 PM IST
1/5

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

ভবিষ্যতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান বাইচুং ভুটিয়া। ফেসবুক লাইভে একটি প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন এমনটাই।

2/5

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

বাইচুং বলেছেন, “নিজেকে একদিন ফেডারেশনের প্রধান হিসেবে দেখতে চাই। বর্তমানে আমার ফুটবল অ্যাকাডেমি এবং সিকিম ইউনাইটেডের মাধ্যমে খুদে ও তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করছি। ওদের ভারতীয় ফুটবলে ভবিষ্যতের তারকা হিসাবে গড়ে তোলাই এখন আমার মূল লক্ষ্য। তবে ভবিষ্যতে সুযোগ হলে ভারতীয় ফউটবল ফেডারেশন—এর প্রধান হওয়ার ব্যাপারে ভাবনা—চিন্তা করব। ভারতীয় ফুটবলের প্রসার ও প্রচারের কাজে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাই। খেলোয়াড়ি জীবনেও আমি সবসময় এমনটাই চেয়েছি।” 

3/5

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ফুটবলের পোস্টার বয় থাকার পর ২০১১ সালে অবসর নেন বাইচুং ভুটিয়া। জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রথম ফুটবলার হিসেবে একশোটি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে বাইচুংয়ের।

4/5

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

বর্তমানে সুনীল ছেত্রীকে দেশের সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন বাইচুং। এরই পাশাপাশি এফসি গোয়ার ব্র্যান্ডন ফার্নান্ডেসকে দেশের সেরা মিডফিল্ডার বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক।  

5/5

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

এআইএফএফ সভাপতি হতে চান বাইচুং

নর্থ-ইস্টে ফুটবলের প্রসারের জন্য তরুণ শিল্পপতিদের এগিয়ে আসতে বলেছেন বাইচুং। শিল্পপতিরা ক্লাবগুলোকে স্পনসর করে এবং ফুটবলারদের সাহায্য করলে নর্থইস্ট থেকে আরও ভাল ফুটবলার বেরিয়ে আসবে বলে দাবি বাইচুংয়ের। দেশে করোনাভাইরাস যেভাবে ছড়াচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বাইচুং। দেশের মানুষকে সরকারের নির্দেশ পালন করতে বলেছেন পাহাড়ি বিছে।