ডিস্ক-ড্রাম ব্রেকের সঙ্গে Pulsar 125, দাম ৭৩,২৭৪ টাকা

Oct 19, 2020, 17:45 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বাজাজ অটো লঞ্চ করল Pulsar 125। যাতে থাকে ড্রাম ব্রেক। দাম শুরু ৭৩,২৭৪ টাকা((ex-showroom, Delhi)। CBS  রয়েছে এই বাইকে। 

2/5

১২৫ সিসির Pulsar 125।  ড্রাম ব্রেকের পাশাপাশি সামনে রয়েছে ডিস্ক ব্রেক। 

3/5

স্পিল্ট সিটের Pulsar 125 এর দাম পড়ছে ৮০,২১৮ টাকা। উৎসব মরশুমের জন্যই এই বাইক আনছে সংস্থা। 

4/5

নিয়ন গ্রিন, কালো-রূপোলি, ও কালো লালে পাওয়া যাবে  Pulsar 125। অবশ্যই  BS6 বাইক। ১১.৬ bhp এর সঙ্গে ৮,৫০০ rpm ও পিক টর্কে ১০.৮ Nm এর সঙ্গে ৬,৫০০  rpm এর শক্তি উৎপাদন করে ছুটে যাবে বাইক। 

5/5

৫- স্পিড গিয়ারবক্স রয়েছে। বাইকের ওজন প্রায় ১২৪ কেজি।