Royal Enfield, Jawa-কে টক্কর দিতে আসছে ৪০০ সিসির Benelli Imperiale

Oct 23, 2019, 20:41 PM IST
1/5

বেনেলির নতুন মডেল

বেনেলির নতুন মডেল

Royal Enfield Classic 350 এবং Jawa-কে টক্কর দিতে ভারতের বাজারে লঞ্চ হল Benelli Imperiale 400. 

2/5

বেনেলির নতুন মডেল

বেনেলির নতুন মডেল

১.৬৯ লাখ টাকা (এক্স-শোরুম) দাম Benelli Imperiale 400-এর। বছর দুয়েক আগে বিশ্ব বাজারে এই মডেল লঞ্চ করেছিল ইতালির মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা বেনেলি। এবার ভারতের বাজারে লঞ্চ হল এই মডেল।

3/5

বেনেলির নতুন মডেল

বেনেলির নতুন মডেল

১৯৫০ সালে বাজারে আসা Benelli MotoBi মডেল এর সঙ্গে Benelli Imperiale 400-র সামঞ্জস্য রয়েছে। 399cc SOHC সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ার কুলড BS4 ইঞ্জিন পাওয়া যাবে এই মডেলে। 

4/5

বেনেলির নতুন মডেল

বেনেলির নতুন মডেল

সামনের চাকায় 300 মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় 240 মিমি ডিস্ক ব্রেক থাকছে। এই ক্রুজার মডেলে থাকবে গোল হেডল্যাম্প। 

5/5

বেনেলির নতুন মডেল

বেনেলির নতুন মডেল

প্রথম দুই বছর বিনামূল্যে গ্রাহকদের বাইক সার্ভিসিং করানোর সুযোগ দিচ্ছে বেনেলি। দুই বছর পর বার্ষিক প্ল্যান অনুযায়ী করানো যাবে সার্ভিসিং। আপাতত লাল, কালো ও রূপোলী রঙে পাওয়া যাবে এই মডেল।