Durga Puja 2023: দশমীতে ঢাকের বাদ্যি আর সিঁদুর খেলা, মেতে উঠলেন নেদারল্যান্ডসের বাঙালিরা

Oct 24, 2023, 23:05 PM IST
1/5

বিষাদের দশমী ছুঁয়ে গেল নেদারল্যান্ডের বাঙালিদেরও। সেখানে আনন্দধারার পুজোর থিম চন্দ্রযান, বিক্রম ল্যান্ডার।

2/5

আমস্টারডামের বহু জায়গা হয়েছে দুর্গাপুজো। নেদারল্যান্ডসে মোট ১১টি জাগগায় হয়েছে পুজো।  

3/5

আমস্টারডামে 'আনন্দধারা' একমাত্র থিম পুজো করে থাকে। এবার তাদের সপ্তম বর্ষ। এবার থাদের থিম চন্দ্রযান ও বিক্রম ল্যান্ডার।  

4/5

দশমীতে সেখানেও সিঁদুর খোলায় মেতে উঠলেন মহিলারা।  

5/5

ঢাকের বাদ্যি আরও সিঁদুরখেলায় দূরে থেকেও বাংলার ছোঁয়া পেলেন প্রবাসী বাঙালিরা।