Debashree Chowdhury: আতঙ্কে সাধুসন্তরা! পাশে থাকার বার্তা দিয়ে তাদের সঙ্গে সাক্ষাত বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর

Debashree Chowdhury: উত্তরবঙ্গের ঘটনার জেরে সাধু সন্ন্যাসীদের মনে যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে, সেই বিষয়ে তাদের মনের আশঙ্কা দুর করতেই তিনি তাদের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন বলে জানিয়েছেন দেবশ্রী

May 21, 2024, 14:09 PM IST
1/5

শিয়রে লোকসভা ভোট। ভারত সেবাশ্রম সংঘ এবং উত্তরবঙ্গের রামকৃষ্ণ মঠ মিশনের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় সাধু সন্তদের সঙ্গে বিশেষ সৌজন্য সাক্ষাত দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর। পাশে থাকার বার্তা দিলেন তিনি। -তথ্য-অয়ন ঘোষাল

2/5

ঢাকুরিয়া ভোলাগিরি ভবনে একাধিক সংঘ এবং মঠের সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন দেবশ্রী চৌধুরী। -তথ্য-অয়ন ঘোষাল  

3/5

সাম্প্রতিক দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে সাধুসন্ত এবং সন্যাসীদের এই রাজ্যের প্রতি অসন্তোষ এবং আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে বলে দেবশ্রী চৌধুরীর দাবি। তাদের পাশে থাকার বার্তা ভোটের ১১ দিন আগে দিলেন প্রার্থী।  -তথ্য-অয়ন ঘোষাল  

4/5

একজন ব্যক্তি মানুষ সাংসারিক জীবনের সমস্ত মোহমায়া কাটিয়ে সন্ন্্যাসী হয়। আত্মশ্রাদ্ধ করে সে গেরুয়া ধারণ করে। তার নামে রাজনীতির রং লাগানো অবমাননাকর এবং অপমানজনক বলে দেবশ্রীর দাবি। -তথ্য-অয়ন ঘোষাল  

5/5

উত্তরবঙ্গের ঘটনার জেরে সাধু সন্ন্যাসীদের মনে যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে, সেই বিষয়ে তাদের মনের আশঙ্কা দুর করতেই তিনি তাদের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন বলে জানিয়েছেন দেবশ্রী চৌধুরী।-তথ্য-অয়ন ঘোষাল