পাকিস্তানের 'বউমা'! সানিয়া মির্জার পদ কেড়ে নেওয়ার ডাক দিলেন বিজেপি সাংসদ

| Feb 20, 2019, 18:09 PM IST
1/5

পুলওয়ামা হামলার পর থেকেই সানিয়া মির্জাকে বারবার আক্রমণ করা হয়েছে। পাকিস্তানের বউমা বলে তাঁকে বারবার বিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। যদিও সানিয়া পুলওয়ামা হামলার সমালোচনা করে টুইট করেছিলেন। তবে তাতে মন গলেনি নেটিজেনদের। 

2/5

এবার সানিয়াকে পাকিস্তানের বউমা বলে আক্রমণ করলেন তেলেঙ্গানার বিজেপি সাংসদ টি রাজা সিং। 

3/5

২০১৪ থেকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সানিয়া। এবার তাঁকে সেই পদ থেকে অপসারণের দাবি তুললেন এই বিজেপি সাংসাদ।

4/5

টি রাজা সিংয়ের বক্তব্য, দেশের সরকার পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছেদ করার চেষ্টা চালাচ্ছে। সেখানে পাকিস্তানের বউমাকে রাজ্যের ব্র্যান্ড আম্বাসাডর হিসাবে রেখে দেওয়াটা ঠিক হবে না। 

5/5

সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, ভিভিএস লক্ষ্মণের মতো তেলেঙ্গানার অন্য কোনও ক্রীড়াব্যক্তিত্বকে রাজ্যের ব্র্যান্ড আম্বাসাডর করার জোরালো দাবি তুলেছেন বিজেপির এই সাংসদ।