লোকসভার ভোটে কম্যান্ডারদের বাছলেন মোদী অটল-আডবাণী যুগের নেতাদের প্রাধান্য

Jan 06, 2019, 21:22 PM IST
1/9

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নিজের বাহিনী গঠন করলেন নরেন্দ্র মোদী। আর তাতে প্রাধান্য পেলেন প্রবীণ নেতারাই। বিশেষ করে অটল-আডবাণী যুগের নেতাদেরই দায়িত্বভার দেওয়া হয়েছে। সুষমা স্বরাজ, রাজনাথ সিংয়ের মতো তথাকথিত মোদী শিবিরের নেতাদের উপরেই ভরসা রেখেছে মোদী-শাহ জুটি। বার্তা স্পষ্ট, লোকসভায় কোনও ঝুঁকি নিতে নারাজ নরেন্দ্র মোদী।            

2/9

নির্বাচনী ইস্তাহার তৈরির কমিটির নেতৃত্বে রাজনাথ সিং। তাঁর নেতৃত্বে কাজ করবেন নির্মলা সীতারমন, মুখতার আব্বাস নকভি, অরুণ জেটলিরা। 

3/9

প্রচার ও প্রসারের নেতৃত্বে রয়েছেন অরুণ জেটলি।   

4/9

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সঙ্গে যোগযোগ রক্ষার দায়িত্বে নিতিন গডকড়ী। 

5/9

সাহিত্য সংক্রান্ত কমিটির প্রধান সুষমা স্বরাজ।

6/9

সংবাদমাধ্যমকে সামলাবেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর দলে রয়েছেন সুধাংশু ত্রিবেদী, শাহনওয়াজ হুসেন, বিজয় সোনকর শাস্ত্রী, সম্বিত পাত্রার মতো বিজেপির মুখপাত্ররা। 

7/9

প্রবাসীদের সঙ্গে তালমিল রেখে চলার দায়িত্ব রয়েছেন অবিনাশ রায় খন্না।   

8/9

সামাজিক যোগাযোগ মাধ্যমের কাজকর্ম সামলাবেন শ্যাম জাজু। 

9/9

নির্বাচন কমিশন সংক্রান্ত কাজকর্ম সামলাবেন ভূপেন্দ্র যাদব।