বড় খবর! ‘জম্মু ও কাশ্মীরে ফের সরকার গঠন করবে বিজেপি’

Jan 21, 2019, 07:11 AM IST
1/6

s 6

s 6

সমস্যা সম্ভবত কাটতে চলেছে জম্মু ও কাশ্মীরে। কারণ এবার রাজ্যে স্থায়ী সরকার গড়তে চলেছে বিজেপি। জানালেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব।

2/6

S 5

S 5

রবিবার রাম মাধব বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে একাই লড়াই করবে। তবে কিছু বন্ধুর সঙ্গে মিলে একটা স্থায়ী সরকার গঠন করবে বিজেপি।

3/6

S 4

S 4

তাহলে পিডিপি, ন্যাশনাল কন্ফারেন্সেস সঙ্গে কি ফের জোট করবে বিজেপি? রাম মাধব বলেন, নির্বাচনের আগে কোনও রকম জোট হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তা সত্বেও রাজ্যে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করবে।

4/6

S 3

S 3

পিডিপির পাশ থেকে সরে গিয়ে একবার সরকার ফেলে দিয়েছিল বিজেপি। তার পরেও কি তাদের সঙ্গে কোনও দল জোট করতে চাইবে?

5/6

S 2

S 2

রাম মাধব বলেন, রাজ্যের এখন যা অবস্থা তাতে অন্য কোনও দলের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করার ক্ষেত্রে কোনও বাধা নেই।

6/6

s 1

s 1

এবছর লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্য বিধানসভা নির্বাচন চায় বিজেপি। তবে তা সম্পূর্ণ নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপরে। রাম মাধব বলেন, কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে রাজ্যে নির্বাচন চায় না বিজেপি। একথা একেবারেই ঠিক নয়।