কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ, আট বছর পর মুক্তি পেল বব ডিলানের অ্যালবাম

Jun 19, 2020, 22:46 PM IST
1/5

বব ডিলানের নতুন অ্যালবাম

বব ডিলানের নতুন অ্যালবাম

পৃথিবীর যে কোনও প্রান্তে অন্যায় দেখলেি ঝলসে ওঠে তাঁর কলম। গিটার হাতে গলা ছেড়ে প্রতিবাদের সুর তোলেন। তাঁর গলার সেই সুরই লাখ লাখ মানুষের প্রতিবাদের ভাষা হয়েছে। সেই বব ডিলান আবার গর্জে উঠলেন প্রতিবাদে। 

2/5

বব ডিলানের নতুন অ্যালবাম

বব ডিলানের নতুন অ্যালবাম

আট বছর পর মুক্তি পেল বব ডিলানের অ্যালবাম। আমেরিকায় পুলিসি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আবার গান বাঁধলেন বব।

3/5

বব ডিলানের নতুন অ্যালবাম

বব ডিলানের নতুন অ্যালবাম

বব ডিলানের অ্যালবাম 'রাফ অ্যান্ড রাউডি ওয়েস' মুক্তি পেল শুক্রবার। ২০১২ সালে টেম্পটেস্ট ছিল তাঁর শেষ অ্যালবাম। 

4/5

বব ডিলানের নতুন অ্যালবাম

বব ডিলানের নতুন অ্যালবাম

ইতাহাসে তিনিই প্রথম নোবেল পুরস্কার জয়ী সঙ্গীতকার। তবে তাঁর সেসব প্রাপ্তিতে আনন্দ নেই। প্রতিবাদের সুরেই তাঁর বিচরণ। তাতেই তাঁর সুখ, শান্তি। তাই আর চুপ করে থাকতে পারলেন না। বব ডিলান আবার লিখলেন প্রতিবাদের গান। তাঁর সেই গান লাখো মানুষের প্রতিবাদের ভাষা হবে আবার।

5/5

বব ডিলানের নতুন অ্যালবাম

বব ডিলানের নতুন অ্যালবাম

জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আমেরিকায় আগুন জ্বলছে। কৃষ্ণাঙ্গরা এক হয়ে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। আর তাঁদের প্রতিবাদে এবার নতুন সুর যোগ করলেন বব ডিলান। তিনি বরাবর যেমন করেন আর কী!