Loksabha Election: সাধারণ মানুষের সঙ্গেই ভোটের লাইনে শাহরুখ-আমির-সলমান...

Loksabha Election 2024: সোমবার পঞ্চম দফার ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হাজির প্রায় গোটা বলিউড। ভোট দিলেন আমির-সলমান থেকে শুরু করে শাহরুখ খান। ভাঙা হাতেই হাজির ঐশ্বর্য।

| May 20, 2024, 22:20 PM IST
1/14

বিদ্যা বালান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাদা সালোয়ারে নজরকাড়া বিদ্যা। 

2/14

টাইগার শ্রফ

দুপুরবেলা ভোট দিতে হাজির হন টাইগার শ্রফ 

3/14

তামান্না

এদিন একাই ভোট দিতে যান তামান্না ভাটিয়া। 

4/14

টাবু

সকাল সকালই ভোট দেন টাবু। 

5/14

সুস্মিতা

মেয়ে রেনেকে নিয়ে ভোট দিতে যান সুস্মিতা

6/14

শ্রদ্ধা

গোটা পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান শ্রদ্ধা। 

7/14

শাহরুখ

এদিন সপরিবারে দুপুরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন কিং খান

8/14

সলমান খান

ভোট দেওয়ার পর কেন্দ্রে হাজির ফ্যানেদের সঙ্গে দেখা করেন সলমান। 

9/14

রণবীর কাপুর

একাই ভোট দিতে গিয়েছিলেন রণবীর। 

10/14

কিয়ারা

সকাল সকালই ভোট দেন কিয়ারা আদবানী

11/14

জ্যাকি-রাকুল

বিয়ের পর প্রথম ভোট। একই সঙ্গে বুথে হাজির রাকুল ও জ্যাকি। 

12/14

ববি দেওল

কালো পোশাকে ভোট দিতে হাজির লর্ড ববি। 

13/14

ঐশ্বর্য

ভাঙা হাতে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন ঐশ্বর্য। 

14/14

আমির খান

প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ভোট দিতে যান আমির খান।