'বারপুজো'-র বুক কভার লঞ্চে জমজমাট দুই প্রাক্তনীর আড্ডা

Dec 24, 2019, 19:02 PM IST
1/5

মঙ্গলবার দুপুরে সাংবাদিক গৌতম ভট্টাচার্যের লেখা 'বারপুজো'-নামের উপন্যাসের বুক কভার লঞ্চ হয়ে গেল।  

2/5

ময়দানের সামগ্রিক গল্প নিয়ে এবার কলকাতা বইমেলায় আত্মপ্রকাশ করতে চলেছে উপন্যাস 'বারপুজো'।

3/5

এদিন মোহনবাগান মাঠে বারপুজো'-র বুক কভার লঞ্চে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, শরদিন্দু মুখার্জি। ছিলেন মোহনবাগান সহ সচিব সৃঞ্জয় বোস এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

4/5

ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য এবং মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের জমজমাট আড্ডা ছিল দেখার মতো।

5/5

বর্তমান প্রজন্মের বাঙালি ফুটবলার হারিয়ে যাচ্ছে। নতুন ফুটবলার উঠে আসছে না সেভাবে। সেই সঙ্গে দুই প্রধানের বিদেশি কোচদের নিয়ে আলোচনা-সমালোচনায় সুব্রত-মনোরঞ্জন।