বাসে উঠলেই ১৪ টাকা, দ্বিগুণ ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি মালিকদের

Dec 30, 2020, 17:21 PM IST
1/5

বাসভাড়া বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠকে বাস-মিনিবাস সংগঠন। বিকেলে আলোচনায় নেতারা। দাবি না মানলে বাসরুট বন্ধের হুঁশিয়ারি মালিকদের।

2/5

এখন বাসের সর্বনিম্ন ভাড়া ৭টাকা। তাঁদের দাবি দ্বিগুণ করতে হবে তা। অর্থাৎ বাসে উঠলেই ন্যূনতম ভাড়া দিতে হবে ১৪ টাকা।

3/5

বুধবার এমনই দাবি জানিয়েছে বাস-মিনিবাস অ্যাসোসিয়েশনগুলি। গঙ্গাসাগরমেলা পর্যন্ত  সময় সীমা বেঁধে দিয়েছে তারা।    

4/5

জানানো হয়েছে, এই সময়ের মধ্যে বাস ভাড়া বৃদ্ধি না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। 

5/5

এ প্রসঙ্গে মদন মিত্র জানিয়েছেন, আগামিকালই বাস সংগঠনের মালিকদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী যে এই বিষয়টি দেখবেন তারও আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র।