সোশ্যাল নজরে তারা...সাহসী রাইমা, প্রস্থেটিকে বৃদ্ধ হলেন অভিনেতা

Jul 10, 2021, 23:43 PM IST
1/15

নিজস্ব প্রতিবেদন: আবারও সাহসী রাইমা সেন। বোল্ড লুকে আবারও তথাগতর ক্যামেরাবন্দি হলেন রাইমা। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

2/15

যশ নীল শার্টে সাদা পিলারের সামনে দাঁড়িয়ে, সবুজ উঁকি দিচ্ছে। একই ব্যাকগ্রাউন্ডে নীল পোশাকে নুসরত। সপ্তাহান্তে ছুটি কাটাতে বেড়িয়েছেন দুজনে। মা হতে চলেছেন তাই মন ভাল রাখতেই হবে।

3/15

পেস্তা রঙের লেহেঙ্গায় সেজেছেন ঋতাভরী চক্রবর্তী। নাকে নথ। অন্য় লুকে তাঁকে দেখে মুগ্ধ নেটিজেনরা।

4/15

মিরর সেলফি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ওয়ার্কআউটের ফাঁকেই করেন ফোটোসেশন।

5/15

করোনা আবহে সেফ হোম খুলেছিলেন যীশু, আপাতত সংক্রমণ কমেছে। এই কাজে তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন অনিন্দ্য চ্যাটার্জি ও রাজদীপ। 

6/15

পাহাড়ে শ্রাবন্তী! জল্পনা চলছেই। পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে একটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন ভাল জিনিসকে দেখা যায় না, তা অনুভব করতে হয়।

7/15

প্রস্থেটিক মেকআপে এই অভিনেতাকে চেনা দায়। নিজের পুরোনো 'স্বপ্নের উড়ান' নামক ধারাবাহিকের লুক শেয়ার করলেন রাহুল। অঞ্জন ও বালক এই দুই আর্টিস্ট এই মেক-আপ করেছিলেন।ধারাবাহিক পরিচালনায় ছিলেন সুশান্ত দাস।

8/15

বেড়াতে যেতে মন চাইছে মিমির। তাই কখনও দুবাই কখনও আবার দার্জিলিংয়ের ছবি পোস্ট করছেন নায়িকা।

9/15

'সৌন্দর্য নিজের মধ্যে দিয়েই ফুটে ওঠে, সমাজের চোখে নয়' মত শুভশ্রীর। নেটিজেনদের কুমন্তব্যের পর পাল্টা নায়িকার।

10/15

ফোটোশুটে ব্যস্ত প্রিয়াঙ্কা। স্টাইলিং ক্রেডিট দিয়ে ছবি পোস্ট করলেন নায়িকা।

11/15

ঘুরতে গিয়ে হোটেলে ছুটি কাটাচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ছবি।

12/15

ছেলের সঙ্গে লন্ডনে সানিয়া মির্জা। খুনসুঁটির মাঝেই ক্যান্ডিড ছবি ক্যামেরাবন্দি করলেন সানিয়া।

13/15

মেরুন রঙের বডি হাগিং ড্রেসে ফোটোশ্যুট করলেন শিল্পা। পোজ দিলেন ফিটনেস ফ্রিক নায়িকা।

14/15

বই পড়ছেন টুইঙ্কল খান্না। তারই মধ্যে ফোটোসেশন। সোশ্য়াল মিডিয়ার পাওয়ার দেখাতে বললেন অনুরাগীদের।

15/15

শুক্রবার প্রিয়াঙ্কা নিউ ইয়র্কে ভারতীয় রেস্তোরাঁয় পৌঁছতেই  ফ্ল্যাশের বন্য়া। একহাতে পানীয়র গ্লাস নিয়ে পোজ দিতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে।