শর্বরী-ছেলে অমলিনের বয়সের ব্যবধান ৭! হরমোন থেরাপিই কি কাল হল?

Sep 18, 2020, 17:29 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ফেসবুক প্রোফাইল বলছে, শর্বরী দত্তের বয়স ৬৩। তাঁর ছেলের ফেসবুক প্রোফাইলে আবার জন্ম সাল ১৯৬৪। মা ও ছেলের বয়সের ব্যবধান মাত্র ৭ বছর। কীভাবে সম্ভব? 

2/5

কলকাতা পুলিস বলছে, শর্বরী দত্তের বয়স ৭৮। পরিবারের দাবি, যৌবন ধরে রাখতে হরমোনথেরাপি নিতেন শর্বরীদেবী। তার ওভারডোজে হয়েছে কিনা, তা জানা যাবে ময়নাতদন্তের পর।   

3/5

শর্বরী দত্তের বয়স ঠিক কত? তা নিয়ে সকাল থেকে সংবাদমাধ্যমে ছড়িয়েছে বিভ্রান্তি। শর্বরীদেবীর ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তাঁর বয়স ৬৩। জন্ম তারিখ ৭ মে, ১৯৫৭।  অথচ পুলিস বলছে, শর্বরী দত্তের বয়স ৮০। তাঁর অমলিন দত্ত তা নিশ্চিত করছেন। ছেলে অমলিন দত্তের ফেসবুক প্রোফাইলে বয়স ১০ ফেব্রুয়ারি, ১৯৬৪।  মা ও ছেলের বয়সের ব্যবধান ৭ বছর। 

4/5

মা ও ছেলের বয়সের ব্যবধান ৭ বছর, কীভাবে তা সম্ভব? বয়স কি তবে লুকিয়েছিলেন শর্বরী দত্ত? কেনই বা তা করেছিলেন? 

5/5

পরিবারের দাবি,যৌবন ধরে রাখতে হরমোনথেরাপি নিতে ডিজাইনার। ওই হরমোনের ওভারডোজের জেরেই শর্বরীদেবীর মৃত্যু কিনা, তা ময়নাতদন্তের পরই জানা যাবে।