গরু পড়ল ড্রেনে, তাকে তুলতে নামল যুবক! এরপর যা ঘটল...

Jun 14, 2020, 11:20 AM IST
1/5

সে এক হুলুস্থুলকাণ্ড! হাইড্রেনের পাশে পড়ে থাকা সবজি নজরে পড়েছিল 'তাঁর'। পেটে ছিল খিদে, তাই সবজি সাবাড় করতে চটপট পা চালিয়েছিল।

2/5

এদিকে বৃষ্টি হয়ে রাস্তা পিছল। পা পিছলে সটান ড্রেনে পড়ল গুরু। অগত্যা, ব্যাথা যন্ত্রণায় তারস্বরে চিত্কার। গরুর কান্না মন ছুঁয়ে গিয়েছিল রাস্তা দিয়ে যাওয়া এক যুবকের। গরু উদ্ধার করতে সাতপাঁচ না ভেবে সেও নেমে পড়ে ড্রেনে।

3/5

কিন্তু গরুকে তোলা কী আর ওতই সহজ! গরু জুড়ে দেয় আরও চিত্কার। খবর যায় দমকলে।

4/5

দমকল আসে, যুবক তখনও নাছোড়বান্দা, গরু উদ্ধার করবেন তিনিই। অগত্যা আর চারটি দড়ি দেওয়া হল ড্রেনে দাঁড়িয়ে থাকা যুবককে।

5/5

শেষমেশ দড়ির ফাঁস লাগিয়ে প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় গরুকে উদ্ধার করা সম্ভব হয়। যুবকের মুখেও পরিতৃপ্তির হাসি। গোটা ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির পাণ্ডাপাড়া এলাকার বাসিন্দারা।