‘গাজা’-র প্রভাবে বড়সড় ক্ষতির আশঙ্কায় তামিলনাড়ু, কাড্ডালোরে শুরু প্রবল বৃষ্টি

Nov 15, 2018, 20:32 PM IST
1/6

s 6

s 6

বৃহস্পতিবার সন্ধে বা মাঝরাতে তামিলনাড়ুতে আছড়ে পড়ছে ঘুর্ণিঝড় গাজা। ইতিমধ্যেই কাড্ডারোরে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। ঝড় তামিলনাড়ুতে প্রথম আঘাত করার কথা কাড্ডালোর ও পাম্বানে।

2/6

S 5

S 5

প্রবল ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে ৩০,০০০ জনকে উদ্ধারকার্যের জন্য তৈরি রাখা হয়েছে।

3/6

S 4

S 4

উদ্ধারকার্যের জন্য তৈরি নৌসেনার জাহাজ রণবীর ও খঞ্জর। তৈরি রয়েছে ডোনিয়ার কপ্টার।

4/6

S 3

S 3

বিকেল সাড়ে চারটে নাগাদ গাজা ছিল নাগাপট্টিনম থেকে ১৮০ কিলোমিটার উত্তরপূর্বে।

5/6

S 2

S 2

নাগাপট্টিনমে বাসবাসকারী মানুষদের নিজেদের এলাকা ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিতে বলেছে সরকার। ইতিমধ্যেই সেখানকার দেড় হাজার মানুষকে ত্রাণশিবিরে আনা হয়েছে।

6/6

s 1

s 1

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, স্থলভাগে আঘাত করার পর গাজা সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে  কেরলে। তবে ঝড়ের গতি থাকবে ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা।